30-01-2023, 10:58 PM
(30-01-2023, 10:02 PM)ddey333 Wrote: লাইক দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।
রেপু শেষ , পরে মেকআপ করে দেবো।
ওকে। নো প্রব্লেম
মতামত এর অপেক্ষায় রইলাম।
(30-01-2023, 10:07 PM)Sanjay Sen Wrote: শেষ হয়েও হইল না শেষ। মনে অনেক প্রশ্ন রেখে গেল এই কাহিনী। তবে এটা বোঝা গেল ওই মেয়েটির মৃত্যুর পর থেকেই তার অশরীরী ঘটিয়ে চলেছে এই সমস্ত ঘটনা। তারক জ্যাঠা মহাপুরুষ তাই তিনি সবকিছুই জানেন সবকিছুই বোঝেন। ভালো থাকুক জোজো, ভালো থাকুক অরিন্দম, তিন্নি আর তাদের আগত সন্তান।
এটাই হলো আসল কথা। ওরা সবাই ভালো থাকুক।
অনেক ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য
(30-01-2023, 10:08 PM)Bumba_1 Wrote: জোজোর মায়ের স্বপ্নের দৃশ্যটা, বলা ভালো নিশির ডাকের যে সিকোয়েন্সটা তুমি সৃষ্টি করেছো .. সেটা এক কথায় অসাধারণ। পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো। জ্যাঠামশাই যতই অ্যাসিওরেন্স দিক না কেন, আমি হলে বাপু ওই বাড়িতে আর একটা দিনও থাকতাম না। এসব অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের একদম বিশ্বাস নেই, কোথা থেকে সুপার পাওয়ার নিয়ে এসে যদি ঘাড়ে চেপে বসে, তখন জ্যাঠামশাইয়ের ফুলও কোন কাজ করবে না। সব মিলিয়ে দুর্দান্ত একটি গল্পের সাক্ষী থাকলাম আমরা।
অনেক ধন্যবাদ ♥️
হ্যা সত্যিই ওই স্বপ্নের দৃশ্যটা লেখার সময় নিজেও ভাবছিলাম কল্পনায় দৃশ্যটা। বাবারে!! তবে আমার মনে হয় তারক জ্যাঠামশাইয়ের ওষুধে কাজ দেবে