Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(30-01-2023, 09:47 PM)Boti babu Wrote: আজকের পর্ব নিয়ে কিছুই বলবো না আজ যে বড়ই দুঃখের দিন টগর রানি ফরফরানি আজকের পর্ব পুরোটাই টগর ময় । উপন্যাসটা যখন শুরু হয়েছিল তখন ভাবতেই পারিনি এমন দিকে গড়াবে তখন শুধু পড়তাম মজা করার জন্য কিন্তু যত উপন্যাস এগিয়েছে তত এই উপন্যাসের প্রেমে পড়ে গেছি, জয় হোক এমন লেখার বহুদিন এই লেখা মনের গভীরে থেকে যাবে । মন থেকে ধন্যবাদ বর্তমান সময়ের সেরা লেখক বুম্বাদাকে। তুমি সব সময়ই ভালো থেকে  দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম।  অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ  ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।

অনেক ধন্যবাদ  thanks এরকম মন্তব্য পেলে লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। সঙ্গে থাকো এবং পড়তে থাকো।

(30-01-2023, 09:52 PM)Baban Wrote: আমি কি বলবো....... নিজেই বুঝতে পারছিনা। বহু ইমোশান একসাথে ধাক্কা দিচ্ছে অন্তরে। বেরিয়ে আসতে চাইছে একটা চিৎকার!!

এই কাহিনী শুরু হয়েছিল গোগোল নামের এক বালককে কেন্দ্র করে। যার জীবনে সুখের চেয়ে দুখের পাল্লা অনেক বেশি ভারী। কিন্তু তার পথে এসে যারা যারা আজ পর্যন্ত দাঁড়িয়েছিল, তার অশ্রু মুছিয়ে তাকে কাছে টেনে নিয়েছিল সেই দলের এলজন আজ সারাজীবনের মতো বিদায় নিলো। আর কেউ নেই যাকে সেই পুরুষ রাগাবে। যার মুখটা একটু হলেও তার বুকে শান্তি দিতো। যাকে কাছে পেয়েছিলো সে এক প্রকৃত বন্ধু হিসেবে, আজ সেই বন্ধু তার পাশে নেই। আজ সে মুক্ত। আর আজ গোগোলও মুক্ত অনেক বিশ্রী জঘন্য ভার থেকে। আজ সত্যিই বমি করে ভেতরের বিষ বার করে দিলো সে।

আমার আর বেশি কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই.....

প্রথমেই জানাই অনেক ধন্যবাদ  thanks সত্যের সম্মুখীন হওয়ার সময় এবার এসেছে। দেখা যাক পরবর্তীতে কি হয় .. সঙ্গে থাকো এবং অবশ্যই করতে থাকো। 

(30-01-2023, 09:57 PM)ddey333 Wrote: লাইক রেপু ইত্যাদি দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।  একটা সাংঘাতিক কিছু হয়েছে বলে মনে হচ্ছে।  Sad


অনেক ধন্যবাদ দাদা  thanks
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 30-01-2023, 10:19 PM



Users browsing this thread: 18 Guest(s)