30-01-2023, 10:08 PM
(This post was last modified: 30-01-2023, 10:12 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
জোজোর মায়ের স্বপ্নের দৃশ্যটা, বলা ভালো নিশির ডাকের যে সিকোয়েন্সটা তুমি সৃষ্টি করেছো .. সেটা এক কথায় অসাধারণ। পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো। জ্যাঠামশাই যতই অ্যাসিওরেন্স দিক না কেন, আমি হলে বাপু ওই বাড়িতে আর একটা দিনও থাকতাম না। এসব অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের একদম বিশ্বাস নেই, কোথা থেকে সুপার পাওয়ার নিয়ে এসে যদি ঘাড়ে চেপে বসে, তখন জ্যাঠামশাইয়ের ফুলও কোন কাজ করবে না। সব মিলিয়ে দুর্দান্ত একটি গল্পের সাক্ষী থাকলাম আমরা।