30-01-2023, 10:07 PM
শেষ হয়েও হইল না শেষ। মনে অনেক প্রশ্ন রেখে গেল এই কাহিনী। তবে এটা বোঝা গেল ওই মেয়েটির মৃত্যুর পর থেকেই তার অশরীরী ঘটিয়ে চলেছে এই সমস্ত ঘটনা। তারক জ্যাঠা মহাপুরুষ তাই তিনি সবকিছুই জানেন সবকিছুই বোঝেন। ভালো থাকুক জোজো, ভালো থাকুক অরিন্দম, তিন্নি আর তাদের আগত সন্তান।