30-01-2023, 09:47 PM
আজকের পর্ব নিয়ে কিছুই বলবো না আজ যে বড়ই দুঃখের দিন টগর রানি ফরফরানি আজকের পর্ব পুরোটাই টগর ময় । উপন্যাসটা যখন শুরু হয়েছিল তখন ভাবতেই পারিনি এমন দিকে গড়াবে তখন শুধু পড়তাম মজা করার জন্য কিন্তু যত উপন্যাস এগিয়েছে তত এই উপন্যাসের প্রেমে পড়ে গেছি, জয় হোক এমন লেখার বহুদিন এই লেখা মনের গভীরে থেকে যাবে । মন থেকে ধন্যবাদ বর্তমান সময়ের সেরা লেখক বুম্বাদাকে। তুমি সব সময়ই ভালো থেকে দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম। অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম। অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।
আমাকে আমার মত থাকতে দাও