29-01-2023, 09:05 PM
(29-01-2023, 08:02 PM)Baban Wrote:এই গল্প সম্পর্কে আমার কিছু মনের কথা -
আমি জানিনা এর পরবর্তী সময়ে এই গল্পের লেখক বুম্বা আর কি কি উপহার দিতে চলেছে কিন্তু এই বর্তমান বুম্বা সম্পর্কে বলতে পারি তার আগের সৃষ্টি গুলোকে নিজেই ছাপিয়ে গেছে এই বর্তমান মানুষটা। নিজের সৃষ্টিকে নিজেই হারিয়ে আরও উন্নত লেখা নিয়ে এসেছে আমাদের মাঝে। হ্যা অবশ্যই এই গল্পে চরম উত্তেজক কিছু বর্ণনা আছে যা পূর্বের গল্পেও ছিল, কিন্তু এই গল্পের লেখনী ও চরিত্র ও তাদের বৈশিষ্ট একেবারে সাংঘাতিক। অবশ্যই আগের গল্পেও আমরা অনেক হাসি কান্না ভালোলাগা উপহার পেয়েছি কিন্তু এই গল্প আমাদের নিয়ে গেছে অন্য জগতে। কিংবা বলা উচিত এই সমাজের অন্ধকার গলিতে।
আমিও লিখি। তাই বুঝি কত কিছু সামলে নিজের মস্তিস্ক খাটিয়ে নতুন গল্প ও চরিত্র সৃষ্টি করে তাদের এগিয়ে নিয়ে যেতে হয়। কখনো ইচ্ছে হয়না কিন্তু তাও নিজের দায়িত্ব পালন করতে ঠান্ডা মাথায় ভেবে এগিয়ে যেতে হয়। কখন এগোতে হয়, কখন থামতে হয়। তাই বলতে পারি এই গল্প লিখতে মানসিক ভাবে কতটা চাপ সহ্য করতে হয়েছে লেখককে।
আমি জানিনা ভবিষ্যতের বুম্বা এই বর্তমান বুম্বাকে হারাতে পারবে কিনা কিন্তু আমরা চাইবো সেই বুম্বা যেন এই বুম্বার থেকেও ছিনিয়ে নেয় সেই জয়ের মুকুট। ♥️♥️
তোমার এই মন্তব্যে আমি অতিমাত্রায় আপ্লুত এবং আনন্দিত। কষ্ট করে কিছু লেখার recognition যদি এই ফোরামের একজন অন্যতম সেরা লেখকের কাছ থেকে এইভাবে পাওয়া যায়, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না ♥️♥️ তবে আমার মনে সব থেকে ছুঁয়ে গেছে তোমার লেখা নিচের কয়েকটা লাইন। একজন লেখকই বুঝতে পারে আরেকজন লেখককে কতটা কষ্ট করে লিখতে হয়।
আমিও লিখি। তাই বুঝি কত কিছু সামলে নিজের মস্তিস্ক খাটিয়ে নতুন গল্প ও চরিত্র সৃষ্টি করে তাদের এগিয়ে নিয়ে যেতে হয়। কখনো ইচ্ছে হয়না কিন্তু তাও নিজের দায়িত্ব পালন করতে ঠান্ডা মাথায় ভেবে এগিয়ে যেতে হয়। কখন এগোতে হয়, কখন থামতে হয়। তাই বলতে পারি এই গল্প লিখতে মানসিক ভাবে কতটা চাপ সহ্য করতে হয়েছে লেখককে।