29-01-2023, 08:16 PM
হাওয়ায় নড়ে ওঠা পাতাগুলো যেন মনে হচ্ছে ইশারা করে কাছে ডাকছে। ওগুলো যেন পাতা নয়, হাত। সেগুলো নেড়ে এইদিকে তাকাতে বলছে। উফফফফফ! এই অন্ধকারে যেন সবকিছুই ভয়ের লাগে। ছোটোখাটো সামান্য ব্যাপার পর্যন্ত অন্য রূপ নেয়। আমি আর ওদিকে নজর না দিয়ে ফোনের স্ক্রিনে মন দিলাম। এরপরেও যে পুরোপুরি সেই অনুভূতি গুলো পুরোপুরি চলে গেছিলো বললে ভুল বলা হবে। প্রায়ই মনে হয়েছে পাঁচিলের ওপাশ থেকে উঁকি মেরে কেউ জানলার দিকেই চেয়ে আছে, আবার একবার মনে হয়েছে জানলার বাইরে এপাশ থেকে ওপাশে ভয়ানক তীব্র গতিতে কিছু যেন একটা চলে গেলো। আর সবচেয়ে ভয়ের আর অস্বস্তিকর হলো যেটা সেটা হলো জানলার একেবারে বাইরে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে একদম চুপ করে।
আমি জানি একটু সময় লাগছে কিন্তু শেষ পর্বটা লিখতে একটু নিজেকে সময় দিতেই হয়। আমি কখনোই বলবোনা ফাটাফাটি একটা চমক থাকবে বা এমন কিছু। কারণ এটা তেমন গল্প নয়। যাই হবে তা সামান্যই হবে। আর সেই সামান্যটাই হয়তো সবচেয়ে ভয়ানক! কোনো উত্তর পাওয়া যাবে কিনা জানিনা কিন্তু একটা অনুভূতি একটু হলেও জাগবে আশা করি। ভয়! নিজের জন্য না হোক..... গল্পের চরিত্রদের জন্য।
আমি জানি একটু সময় লাগছে কিন্তু শেষ পর্বটা লিখতে একটু নিজেকে সময় দিতেই হয়। আমি কখনোই বলবোনা ফাটাফাটি একটা চমক থাকবে বা এমন কিছু। কারণ এটা তেমন গল্প নয়। যাই হবে তা সামান্যই হবে। আর সেই সামান্যটাই হয়তো সবচেয়ে ভয়ানক! কোনো উত্তর পাওয়া যাবে কিনা জানিনা কিন্তু একটা অনুভূতি একটু হলেও জাগবে আশা করি। ভয়! নিজের জন্য না হোক..... গল্পের চরিত্রদের জন্য।
কাল রাত্রে আসছে দুই আপডেটের শেষ পর্ব!