29-01-2023, 05:04 PM
(29-01-2023, 03:39 PM)Sanjay Sen Wrote:বলছিলাম আমার একটা proposal আছে, এই ফোরামের যেসব মেম্বার আমাদের বাড়ির কাছাকাছি থাকে, তাদের সবাইকে নিয়ে একটা পিকনিক করি চলো।
ধুর .. শীতকাল শেষ হতে চললো, এখন আবার পিকনিক! এইবার শীতে পিকনিক আর গেট-টুগেদার করে করে আমি ক্লান্ত (এখনো চলছে)। বিশ্বকাপ ফাইনালের রাতে আমার বাড়িতে তো একটা ছোটখাটো পিকনিক হলোই .. সেখানে তো সবাই ছিলে তোমরা। তাছাড়া আমরা কয়েকজন ছাড়া এই ফোরামের লোকজন রাজি হবে না নিজেদের মুখ এবং পরিচয় প্রকাশ্যে আনতে। তাই জন্যই তো তারা ছদ্মনামে লেখে বা মন্তব্য করে।