29-01-2023, 03:39 PM
(29-01-2023, 02:10 PM)Bumba_1 Wrote:
সারা জীবন ধরে শুধু বাঁচার জন্য লড়াই, অথচ কেউ ফিসফিস করে বলে না, আরও একটু পথ চলা বাকি। মৃত্যু তো আছে, ছিলো, থাকবে .. এটা যে চিরন্তন সত্য .. কেউ বলে না। যে কোকিলটা এইমাত্র উড়ে গেলো, বসন্তের মৃত্যুতে সেও ব্যাথাতুর। সে আর এই জীবনে কাউকে বিরক্ত করতে চায় না, কারোর গলগ্রহ হতে চায় না। তবুও যাওয়ার আগে থমকে দাঁড়ায় চিলেকোঠার শেষ প্রান্তে।
হৃদয়বিদারক পর্ব হবে, বুঝতেই পারছি
বলছিলাম আমার একটা proposal আছে, এই ফোরামের যেসব মেম্বার আমাদের বাড়ির কাছাকাছি থাকে, তাদের সবাইকে নিয়ে একটা পিকনিক করি চলো।