29-01-2023, 11:34 AM
(19-01-2023, 03:32 AM)Orbachin Wrote:ফোন নাম্বার আর ব্যাংকের তথ্য একটা কাগজে লিখে ঋতা উঠে পড়লো। নিজেকে গুছিয়ে নিয়ে খুব দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। সে অবাক হয়ে ভাবছে! সবাই না হয় ব্যস্ত ছিলো তাই খেয়াল করে নি। কিন্তু যে তাকে এখানে যে পাঠাল সে তাকে একবারও ফোন দিলো না! সে এতক্ষণ ধরে কোথায় আছে প্রযোজক সাহেবের একটু চিন্তাও হলো না। নাকি এসব কিছু তাকে করন জোহারের সাথে দেখা করতে পাঠানোর নামে প্রযোজকের নোংরা প্ল্যানের অংশ। ঋতা কিছু ভাবতে পারছে না। মাত্র ৪০-৫০ মিনিটের কাণ্ডের জন্য যদি এতো টাকা পাওয়া এতে অবশ্য মন্দ হয় না।