29-01-2023, 12:33 AM
(28-01-2023, 02:48 PM)Bumba_1 Wrote: কাল অনেক রাতে পোস্ট করেছিলে বলে পড়তে পারিনি। কারণ অত রাত পর্যন্ত জেগে থাকি না। তোমার লেখা পড়লে এমনিতেই মন ভালো হয়ে। আজকের পর্বের সবথেকে বড় ইউএসপি দু-দুটো কবিতা। এত ভালো একটা উপন্যাসের এত কম ভিউজ আর এত কম রেসপন্স কেন বুঝিনা। লিখতে থাকো, সঙ্গে আছি।
ইন্টারনেট সমস্যার জন্য একবার আপলোড করতে গিয়েও করতে পারে নি। তারপর চলে গেলাম কথার ছোট বোনের বিয়েতে এ্যাটেণ্ড করতে। সেখান থেকে ফিরে দেরি হয়ে গিয়েছিল।
আমি ভিউজ নিয়ে আগেও ভাবিনি সামনেও ভাববো না।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।