28-01-2023, 09:38 PM
মহাবীর্য্যের শতেক পার
বিস্তর কাজকম্মো থাকিবার নিমিত্ত এ পথে কীয়ৎকাল যাবৎ আসা হয় নাই। আসিয়া দেখিলাম ১০০ রেপুটেশনে পা দিয়াছি! শেষের গুঁতাখানি মিস্ত্রি সাহেব স্বয়ং লাগাইয়াছেন! শতকে আসিয়া বুঝিলাম কালি কাগজের বোধকরি তেমন অপচয় বা অবচয় কোনোটাই হয় নাই, বাকীর খাতায় অনেক কিছু থাকিলেও প্রাপ্তির ভাঁড়ার সম্পূর্ণই পূর্ণ হইয়াছে। মহাবীর্য্যের প্রতি আপনাদিগের এমন আশীর্ব্বাদ চিরকাল থাকুক।