28-01-2023, 08:03 PM
(27-01-2023, 11:26 PM)ray.rowdy Wrote:দেখো ভাই, এমনটা নয় যে তোমার "মৌয়ের যৌবনজ্বালা" পাঠক/পাঠিকাদের পচ্ছন্দ হয়নি. হয়েছে, তবে xossipy-তে একটা ব্যাপার তুমি লক্ষ্য করতে পারবে যে এখানে তুমি views ঠিকই আছে, এমনকি likes-এর সংখ্যাও ঠিকঠাক থাকে কিন্তু মন্তব্য সেই অনুপাতে থাকে না. কারণ xossipy-তে কোনো thread access করতে পাঠক/পাঠিকাদের অন্য অনেক এই ধরণের forum-এর মতো মন্তব্য করতে বাধ্য করা হয় না. আমি বেশ কয়েকটা forum-এর কথা বলতে পারি যেখানে পাঠক/পাঠিকাদের একটা নির্দিষ্ট সংখ্যক comments/likes/reactions না হলে thread-এ ঢুকতেই পারবে না. জানি পাঠক/পাঠিকাদের মন্তব্যই লেখক/লেখিকার উৎসাহ ও অনুপ্রেরণার উৎস. লেখক/লেখিকারা লিখে থাকে পাঠক/পাঠিকাদের জন্য. স্বাভাবিকভাবেই তাদের মন্তব্য/প্রতিক্রিয়া না পেলে লেখক/লেখিকাদের পুরো পরিশ্রমই মাটি এরকম মনে হওয়াটা খুবই স্বাভাবিক.
তুমি মন খারাপ করো না. তোমার লেখা খুব ভালো হচ্ছে. বরঞ্চ বলা যায় তোমার লেখার মান খবুই উঁচু দরের. গল্পে আরেকটু বেশী মশলাপাতি যোগ করো, বিশেষ করে গল্পের কাহিনীতে; দেখবে আরো বেশী হারে পাঠক/পাঠিকাদের কাছ থেকে response পেতে শুরু করেছো.
আচ্ছা, আমি যে তোমাকে মোট তিনটি গল্প পাঠিয়েছিলাম. পড়েছো কি?
তোমার পাঠানো গল্প পড়েছি, কিন্তু এই উপন্যাসটা লিখতে শুরু করে দিয়েছিলাম বলে ওটার কাজ শুরু করতে পারিনি।