28-01-2023, 02:48 PM
কাল অনেক রাতে পোস্ট করেছিলে বলে পড়তে পারিনি। কারণ অত রাত পর্যন্ত জেগে থাকি না। তোমার লেখা পড়লে এমনিতেই মন ভালো হয়ে। আজকের পর্বের সবথেকে বড় ইউএসপি দু-দুটো কবিতা। এত ভালো একটা উপন্যাসের এত কম ভিউজ আর এত কম রেসপন্স কেন বুঝিনা। লিখতে থাকো, সঙ্গে আছি।