27-01-2023, 01:04 PM
(This post was last modified: 27-01-2023, 01:34 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-01-2023, 12:52 AM)nextpage Wrote: -ভয় পেয়েছো!
কানের সামনে হঠাৎ করে কেউ এটা বললে এমনিতেই তো পিলে চমকে উঠবে।
সবকিছুই মনের ভুল ভেবে নিতে গিয়ে কাপালের পাশে জমা হওয়া ঘামের বিন্দু হৃৎপিণ্ডের গতি বাড়ায় সাথে মনের ভয়।
রহস্যের জালে বন্দী হতেও যে ভয় লাগে যদি নিজেকে ছাড়ানোর বদলে উল্টো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হারিয়ে যাই কালের গর্ভে।
ধ্যাত আমি কি ভয় পাই নাকি...
রহস্যে জড়িয়ে আরও গভীরে তলিয়ে যাবার অদ্ভুত আকর্ষণ আছে। যেমন গল্পে গোগোল বাবুর মা মজেছে না চাইতেও। আর এমনিতেই মানুষ গুলো ঘাবড়ে আছে, এবার কানের সামনে কেউ ফিসফিস করলে কি হবে ভাবতো?
তুমি ভয় পাবে কেন? তুমি হবে সুপার সাহসী। শুধু ওই একটু ইয়ে লাগে মাঝে মাঝে আরকি
(27-01-2023, 01:34 AM)Avishek Wrote: এই পর্বটা এখন পর্যন্ত এই গল্পের সেরা পর্ব ছিল। জোজোর বাবার ওই রাস্তায় ভয় পাবার দৃশ্য থেকেও বেশি ভয়ের ছিল জোজোর ওই বল খেলার দৃশ্যটা। বাবান দাদা সত্যিই বলছি আপনি ভয় পাওয়াতে পারেন। ভয় একের থেকে দুই বেশি ভয়ের।
অনেক অনেক ধন্যবাদ ♥️
চেষ্টা করি মাত্র। আমি কখনোই চাইনি গল্প গুলো অতি মাত্রায় ভৌতিক হয়ে উঠুক। একটু ভয় একটু কৌতূহল একটু চিন্তা এই নিয়ে এগিয়ে চলুক।