27-01-2023, 11:42 AM
(06-01-2023, 03:35 PM)Somnaath Wrote:
এখানে এসব লিখে বাজার গরম করে কোন লাভ নেই। কোন একজনকে বাংলা ফোরামের মডারেটর বানাতে গেলে, সর্বসম্মতভাবে সেই নামটা এই ফোরামের এডমিনকে জমা দিতে হবে। এডমিনকে মেসেজ করলে ২৪ ঘন্টা পর উত্তর দেয়। এমন একজনকে বাংলা ফোরামের মডারেটর বানাতে হবে যে প্রায় সব সময় অ্যাভেইলেবল হবে আমাদের সকলের জন্য। এরকম অনেকেই এখানে আছে যারা সারাদিন গল্প পোস্ট করতে থাকে, এর ওর থ্রেডে কমেন্ট করতে থাকে - সেরকম একটাকে ধরেই মডারেটর করতে হবে। তবে সেই ব্যক্তিকে সৎ আর নিরপেক্ষ হতে হবে, তা না হলে কয়েকদিন দেখার পর তাকে ভাগিয়ে দেয়া হবে -- এই শর্তে মডারেটর বানাতে হবে।
আমি কয়েকটি কমেন্ট করেছিলাম এখন আর দেখতে পাচ্ছি না।
একটা গল্পের প্লট বলেছি কিন্তু কোনো রিপ্লাই তো দূরের কথা আমার বলা গল্পের প্লট টা দেখতে পাচ্ছি না। গত কাল রাতে দেখতে পাচ্ছিলাম এখন আর দেখতে পাচ্ছি না কারণ টা কি জানাবেন প্লিস।
অগ্রীম ধন্যবাদ ।