27-01-2023, 10:58 AM
পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। টগরের এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, হিয়া আর গোগোলের পারস্পরিক বোঝাপড়া, সুজাতার ভুল স্বীকার, কাবেরী দেবীর বাড়াবাড়ি, ডাক্তার দাসগুপ্তর সর্বদা মাথা ঠান্ডা রাখার প্রচেষ্টা, আর সন্ধ্যেবেলা গোগোলের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া -- সব মিলিয়ে এই পর্ব সুপার-ডুপার হিট। আর সব শেষে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সন্দীপ সেনগুপ্তর আগমন। হ্যাঁ, চরিত্রটির মধ্যে অনিমেষ দত্ত থেকে শুরু করে শবর দাশগুপ্ত অনেকেরই ছোঁয়া রয়েছে। তবে সন্দীপ চরিত্রটির সাথে সব থেকে বেশি মিল খুঁজে পেলাম আমি তোমারই এক সৃষ্টি দেবাংশু সান্যালের সঙ্গে। পরের পর্বের জন্য মুখিয়ে আছি।