27-01-2023, 12:52 AM
-ভয় পেয়েছো!
কানের সামনে হঠাৎ করে কেউ এটা বললে এমনিতেই তো পিলে চমকে উঠবে।
সবকিছুই মনের ভুল ভেবে নিতে গিয়ে কাপালের পাশে জমা হওয়া ঘামের বিন্দু হৃৎপিণ্ডের গতি বাড়ায় সাথে মনের ভয়।
রহস্যের জালে বন্দী হতেও যে ভয় লাগে যদি নিজেকে ছাড়ানোর বদলে উল্টো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হারিয়ে যাই কালের গর্ভে।
ধ্যাত আমি কি ভয় পাই নাকি...
কানের সামনে হঠাৎ করে কেউ এটা বললে এমনিতেই তো পিলে চমকে উঠবে।
সবকিছুই মনের ভুল ভেবে নিতে গিয়ে কাপালের পাশে জমা হওয়া ঘামের বিন্দু হৃৎপিণ্ডের গতি বাড়ায় সাথে মনের ভয়।
রহস্যের জালে বন্দী হতেও যে ভয় লাগে যদি নিজেকে ছাড়ানোর বদলে উল্টো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হারিয়ে যাই কালের গর্ভে।
ধ্যাত আমি কি ভয় পাই নাকি...

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
