27-01-2023, 12:13 AM
কাউকে ভালোবাসলে তার উপর কর্তৃত্ব বোধ তৈরী করে দেয়। মোমো নিজের সংশয়ী মন কে বুঝ দিতে না পারলেও সে মনোর বাঁধনে বাঁধা পড়েছে তাই বুঝি এতো অধিকার খাটাচ্ছে।
সুখ বয়সে ছোট মন অত্যাধিক চঞ্চল, এমন আদর ভালবাসা সোহাগ শাসন উপভোগ করছে বটে। তবে সেই উপভোগ্যতা কতদিন টিকে থাকে সেটা কোটি টাকার প্রশ্ন।
আচ্ছা মোমোর গা গুলাচ্ছে কেন? অরক্ষিত মিলনে কনসিভ করে নেবে নাতো!
এর আগে কোন উপন্যাসে কোন চরিত্র এতো গুরুত্ব হীন ছিলনাা যেটা এইখানে হচ্ছে। তবে কি ভিন্ন কিছুর আভাস দিয়ে যাচ্ছে নাকি???
সুখ বয়সে ছোট মন অত্যাধিক চঞ্চল, এমন আদর ভালবাসা সোহাগ শাসন উপভোগ করছে বটে। তবে সেই উপভোগ্যতা কতদিন টিকে থাকে সেটা কোটি টাকার প্রশ্ন।
আচ্ছা মোমোর গা গুলাচ্ছে কেন? অরক্ষিত মিলনে কনসিভ করে নেবে নাতো!
এর আগে কোন উপন্যাসে কোন চরিত্র এতো গুরুত্ব হীন ছিলনাা যেটা এইখানে হচ্ছে। তবে কি ভিন্ন কিছুর আভাস দিয়ে যাচ্ছে নাকি???
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।