26-01-2023, 11:23 PM
সপ্তত্রিংশ পর্ব
প্রাণকৃষ্ণবাবুর বড়োছেলে রমেনের দ্বারা অন্তঃস্বত্তা সুচরিতার শ্লীলতাহানির কেসটা নাগরিক কমিটিতে রেফার করা হলো। এটাই মাধবপুর নাগরিক কমিটির প্রথম সালিশীসভা। খুব সূচারূভাবে প্রফেসর রতিকান্ত এবং ডক্টর স্বস্তিকা সভা পরিচালনা করলেন। মাত্র আধঘন্টার এই মিটিং-এ সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, যে প্রাণকৃষ্ণবাবুর ছেলে রমেন সুচরিতার শ্লীলতাহানি ঘটিয়েছে এবং প্রাণকৃষ্ণবাবু এবং তার পরিবারের সকলে এই কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত জুগিয়েছেন এবং অপরাধী রমেনকে পালাতে সাহায্য করেছেন। সুতরাং তিনি এবং তার পরিবারের সকলেই অনৈতিক কার্য্যকলাপের সঙ্গে যুক্ত। অতএব তারা এই পাড়ায় বসবাসের অনুপযুক্ত; তাদের পাড়া ছেড়ে চলে যেতে হবে।
হাত তুলে রীতিমতো ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এই সভায় লাল্টু চৌধুরি বা পার্টির কোনো পরিচিত মুখ উপস্থিত ছিলেন না। যদিও এই সভায় কাকে কখন কি বলতে হবে, কাকে পক্ষে ভোট দিতে হবে, কাকেই বা বিপক্ষে, সব স্ক্রীপ্ট রচিত হয়েছিলো জোনাল কমিটির অফিসে এবং সকলকে পাখিপড়া করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন লাল্টু। এ যেন ইন্দ্রের মতো, মেঘের আড়াল থেকে যুদ্ধ করা। সকলেই তার ভূমিকায় ভালোভাবে অভিনয় করেছিলো। ফলে নারীর শ্লীলতাহানির ঘটনায় এলাকার সুধীজন সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দোষীকে শাস্তি দিয়েছে, এই নির্যাসটাই দিকে দিকে প্রচারিত এবং প্রশংসিত হলো। মিডিয়াও ব্যাপারটাকে নিয়ে দু-পাঁচদিন খুব নাড়াচাড়া করলো। এখনকার মতো টক শো-এর নামে অপদার্থ রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং খায় না গায়ে মাখে টাইপের বুদ্ধিজীবিদের নিয়ে সান্ধ্যবাসরের প্রচলন তখনকার দিনে ছিলো না, থাকলে সেটাও হয়ে যেতো। সবথেকে বড়ো কথা, কালিমুদ্দিন স্ট্রীটের পথে আরো দু’কদম এগিয়ে গেলেন লাল্টু চৌধুরি।
কিন্তু নারীর শ্লীলতাহানির শাস্তি দেওয়া তো তার উদ্দেশ্য নয়, তার আসলি ধান্দা প্রাণকৃষ্ণবাবুর বাড়ি এবং জমি জলের দরে হাতানো। প্রাণকৃষ্ণবাবু পড়লেন মহা ফাঁপড়ে, পাড়া ছেড়ে চলে যাওয়ার রায় যে নড়চড় হবে না তা তিনি বুঝতে পারলেন। এ যেনো সুপ্রীম কোর্টেরও বাড়া, সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধেও রাষ্ট্রপতির কাছে আবেদন করা যায়। অবশেষে তিনি ঠিক করলেন বাড়ী বেচেই দেবেন। ছ’ কাঠা কর্ণার প্লটের জমি সহ দোতলা বাড়ি, ভালোই দাম পাওয়া যাবে, তাই দিয়ে তিনি আরেকটু দক্ষিণের দিকে গিয়ে ফ্ল্যাট কিনে নেবেন। কিন্তু বাড়ী বেচতে গিয়েও বিভ্রাট; খদ্দের পান না, যদি বা পান, সঠিক দাম পান না। কারণ ততোদিনে সকলেই জেনে গেছে তাকে পাড়া থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে নাগরিক কমিটি, এবং এই নাগরিক কমিটি হলো সর্বশক্তিমান পার্টির মুখোশ। তাছাড়া তাদের কাছে এই সংবাদও সুচতুর ভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে, এই জমি-বাড়ীর উপর নজর রয়েছে লাল্টু চৌধুরির, আর কে না জানে যে বাড়ী অথবা নারীর উপরে লাল্টু চৌধুরির নজর রয়েছে, তার দিকে চোখ দিলে, সে চোখ গালিয়ে দেওয়া হয়। কেই বা চায় জলে বাস করে কুমীরের সাথে বিবাদে জড়াতে।
ফলতঃ প্রাণকৃষ্ণবাবু তার বাড়ি এবং জমির খদ্দের পেলেন না। অবশেষে তিনি শরণাপন্ন হলেন অগতির গতি লাল্টু চৌধুরির। ঠিক এটাই লাল্টু চাইছিলো। অনেকদিন তেল মেরেছিলেন বুড়োটাকে, জেদ ধরে বসেছিলো মালটা। বলে কি না পৈত্রিক ভিটে, এখন দে বোকাচোদা, পৈত্রিক ভিটে লাল্টুর ভোগে। লাল্টু একটু লেজে খেলালেন বুড়োটাকে, যেন তার কোনো আগ্রহই নেই জমিটার সম্পর্কে। অবাক হলেন প্রাণকৃষ্ণ, এই সেদিনও তো লাল্টু তার কাছে ধর্ণা দিয়ে পড়ে থাকতো। কি আর করা যাবে। ঝোপ বুঝে কোপ মারছে সবাই। বিক্রী না করে ফেলে রাখলে এমনিতেই ধ্বংসস্তুপে পরিনত হবে, জবরদখল হয়ে যাবে, তখন আর কিছুই পাওয়া যাবে না। শেষকালে লাল্টুর হাতে পায়ে ধরে, জলের দরে জমি-বাড়ি বিক্রি করে হাঁপ এবং পাড়া ছেড়ে বাঁচলেন। এক ঢিলে প্রথম পাখী মারা হলো লাল্টুর, কিন্তু দ্বিতীয় পাখিটা মারতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
ঠিক আছে, অপেক্ষা করবে লাল্টু। সুচরিতার ডাঁশা যৌবনটার জন্য সারাজীবন অপেক্ষা করা যায়। প্রাণকৃষ্ণর জমি-বাড়ির রেজিস্ট্রেশনের দিনই ভিতপূজো করালেন সেখানে। তৈরী হবে দক্ষিণ শহরতলীর প্রথম শপিং মল, “হাটে-বাজারে”। নিমন্ত্রন করেছিলেন পার্টির অনেকে নেতাকেই, পুজোপাঠের সময় যদিও তারা অনুপস্থিত ছিলেন, কিন্তু দুপুরের পেটপুজো এবং রাতের চ্যাটপুজোর মহফিলে কেউই আসতে ভুললেন না। প্রাণকৃষ্ণর বাড়ীর একতলায় দুটো দোকানঘর এবং একটা এককামরার ফ্ল্যাটে সুচরিতারা ভাড়া থাকতো। দোকানদার দুজনকে বাসস্ট্যান্ডের কাছে হকার স্টল পাইয়ে দিলেন এবং সুচরিতাকে আশ্রয় দিলেন তারই প্রমোটিং করা বিল্ডিং-এ ছাদের উপরের একটি ফ্ল্যাটে। স্যাংসন্ড প্ল্যান-বহির্ভূত বেআইনিভাবে বানানো এই ফ্ল্যাটটি বিক্রী করা যাচ্ছিলো না। ফলে লাল্টুর কোনো ক্ষতি হলো না; দয়াকে দয়াও দেখানো হলো আবার পকেট থেকেও কিছু খসলো না। সদ্য বাস্তুহারা সুচরিতা মাথার উপর ছাদ পেয়ে লাল্টুর উপর দারুন কৃতজ্ঞ হয়ে পড়লো।
কিন্তু সুচরিতার কৃতজ্ঞতার জন্য আরো কিছু বাকি ছিলো। শৌভিক সরকারের পত্রিকা গোষ্ঠীর সাথে পার্টির সম্পর্ক কখনোই মধুর ছিলো না। বর্তমানে তা চরম সংঘাতের রাস্তা নিয়েছে, কারন তার পত্রিকা গোষ্ঠী খুব খোলাখুলি বিরোধী দলের যুবনেত্রীকে সমর্থন জানানোয়। সম্প্রতি যুবনেত্রী মায়া চ্যাটার্জির এক আন্দোলনে পুলিশের গুলিতে ১৩ জন যুবকর্মীর হত্যা নিয়ে বিরাট তোলপাড় শুরু হয়েছে এবং তাতে ইন্ধন যোগাচ্ছে শৌভিক বাবুর পত্রিকাগোষ্ঠী। এমতাবস্থায় পার্টির এক রাজ্যস্তরের নেতার চিঠি যোগাড় করে লাল্টু প্রফেসর রতিকান্তকে নিয়ে হাজির হলেন স্বদেশ পত্রিকার সম্পাদক সমুদ্র বোসের কাছে। কথাবার্তা যা বলার রতিকান্তই বললেন। কারণ এসব স্স্সংস্স্স্কৃতি জগতের লোকের সঙ্গে কথা বলতে গেলে লাল্টুর জিভকে সাড়ে তিন বছর ধনুরাসন করতে হবে। রতিকান্ত সমুদ্র বোসকে অনুরোধ করলেন শান্তনুর বিরুদ্ধে কেস তুলে নিতে।
একটু ভাবলেন সমুদ্র। যুবনেত্রীর আন্দোলন এবং পুলিশের গুলিতে যুবকের হত্যার মতো ব্রেকিং নিউজ থাকতে, অশ্লীলতার ইস্যু পাবলিক খাবে না। তাছাড়া অনিল গঙ্গোপাধ্যায়ও নতুন স্টোরি লাইন সাপ্লায়ার এবং রাইটার পেয়ে গেছেন। তাদের উদ্দেশ্য ছিলো শানুকে একটু শিক্ষা দেওয়া। এতদিন পুলিশ হেফাজতে থেকে সে নিশ্চয় বুঝে গেছে শৌভিক সরকারের গাঁঢ়ে লাগতে এলে, তার পরিণাম কি হয়। ঠিক আছে তাই হোক। বরং শাষক পার্টির ওই রাজ্যস্তরের নেতাকে এই সূযোগে অবলাইজ্ড রাখা যাবে। পরে এই অবলিগেশনের ফয়দা তোলা যাবে। তিনি কথা দিলেন শান্তনুর বিরুদ্ধে কেস তুলে নেবেন। পরবর্তী শুনানিতেই শান্তনু এবং পানুবাবু ছাড়া পেয়ে গেলেন অভিযোগকারী মামলা তুলে নেওয়ায়। পুলিশও কোনোরকম বিরোধীতা করলো না।
বাড়ী ফিরে এলো শান্তনু। লাল্টুর প্রতি সুচরিতার কৃতজ্ঞতার বোঝা আরো বাড়লো। কিন্তু এও শেষ নয়। ছাড়া তো পেলো শান্তনু, কিন্তু উপার্জন কি করবে, খাবে কি? ঘরে বউ, তিনমাসের দুধের শিশু। পানুবাবু ব্যবসা গুটিয়ে দেশে ফিরে গেছেন। পানু বইয়ের অন্য ব্যবসায়ীরাও একটু থমকে আছে। তাছাড়া তাদের প্রত্যেকের ঘরেই নিজস্ব রাইটার আছে। কেন তারা শান্তনুর মতো দাগী লোককে রেখে ক্যাজরার সম্ভাবনা জিইয়ে রাখবে। শানু পড়লো মহা ফাঁপড়ে। এবারও পরিত্রাতা লাল্টুদা। তার প্রমোটিং ব্যবসায় চাকরি দিলেন শানুকে। প্রাণকৃষ্ণবাবুর জমিতে নির্মীয়মান “হাটে-বাজারে” প্রকল্পে সুপারভাইজার নিযুক্ত হলো সে। কৃতজ্ঞতার পাহাড়ে ডুবে গেলো সুচরিতা। তার ফলে যা হওয়ার তাই হলো।
ভালবাসার ভিখারি