26-01-2023, 11:00 PM
(25-01-2023, 08:59 PM)Boti babu Wrote: অবশ্যই দাদা আমিও কথা গুলি বলতে চাই । আসলে কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না তাই সবার সামনে এগুলো নিয়ে আলোচনা করি না। আগামী পর্ব আপলোডের পড়ে আমার অভিজ্ঞতা গুলি বলবো । এখন এটাই বলবো তিনটি অভিজ্ঞতা তিন রকমের । যারা বিশ্বাস করবে তাদের একটু ভয় লাগবে যারা বিশ্বাস করবে না তাদেরও মজা লাগবে।
কে বিশ্বাস করবে কি করবেনা সেই ভেবে চললে তো অনেক অসাধারণ সত্যি ঘটনা চিরতরে চাপা পড়ে থাকবে কোনো মনের অন্তরে। তার চেয়ে সে সব সকলের মাঝে প্রকাশ করাতেও আনন্দ। যে করবে সে দারুন উপভোগ করবে, আবার ভয়ও পাবে। এটাই তো আসল ব্যাপার। একদমই ঠিক। যারা বিশ্বাস করে তাদের একরকম অনুভূতি আর যারা করেনা তাদের গল্প হিসাবে মজা।
আমি কিন্তু অপেক্ষায় আছি সেই ঘটনা গুলোর। নতুন পর্ব এসে গেছে। পড়ে ফেলুন আর লিখে ফেলুন নিজের ঘটনা ♥️