26-01-2023, 10:24 PM
(26-01-2023, 10:12 PM)Bumba_1 Wrote: দুই থানার মধ্যে শাটল কক খেলার সিকোয়েন্স আর তারপর সেখানে ইন্সপেক্টর সাহেবের আগমন এবং ঢিসুম ঢিসুম, পরবর্তীতে ডায়লগ বাজি .. এইসব দেখে শুনে তোমার যদি প্রলয়ের অনিমেষ দত্তের কথা মনে হয়, তাহলে বলবো এরকম উদাহরণ অনেক আছে। ফাটাকেষ্টের কৃষ্ণসারথী কিংবা সংঘর্ষের ইন্দ্রজিৎ .. আসলে সব সৎ পুলিশ অফিসাররা বোধহয় এক ধরনের হয়। এই সন্দীপ সেনগুপ্ত চরিত্রটি কারুর থেকে ইন্সপায়ার্ড হয়ে নয় .. এই ভদ্রলোক একদম নিজের মতো।
অনেক ধন্যবাদ সঙ্গে থাকো এবং পড়তে থাকো
একদমই তাই। এমন উদাহরণ ফিল্মে পাওয়া যাবে অনেক। আসলে সৎ পুলিশদের মধ্যে থাকা ভালো রূপটা অনেক সময় তারা সহজে প্রকাশিত করেনা। অনেক সময়ই তারা খারাপের সাথে মিশে তাদের শক্তি কতটা জেনে নেয় তারপরে খেলা দেখায়। আবার অনেকেই শুরু থেকে সিংহ হিসাবে আসেন আর শয়তানদের রাতের ঘুম উড়িয়ে দেন। অনেকেই ভালো মানুষের সাথে ভালো আবার খারাপের সাথে খারাপ, আবার অনেকে ভালো মানুষদের সাথেও এমন কথা বলবে যেন হুমকি দিচ্ছে। কিন্তু ভেতরের মানুষটা চিনে নিচ্ছে সামনের মানুষটাকে।
তাই এই সন্দীপ চরিত্র অবশ্যই তার নিজের মতো। প্রয়োজনে হাত তুলতেও পারে আবার হাত জুড়ে নমস্কারও করতে পারে। সলিড মাল আছে ♥️