26-01-2023, 10:12 PM
(26-01-2023, 09:23 PM)Baban Wrote: উরি শালা!! কি ছিল এটা? এ যে ঝড় সরি প্রলয় বয়ে গেলো দেখছি!
কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে সেরা লাগলো সন্দীপ বাবুর আগমন। লালু আলমের জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স করার পর আজ এই বয়সে নতুন করে বাঁচার ইচ্ছে ঠিক সেই সময় আর কামরাজের সরি পিশাচের আগমন। বুকটা কেমন ধক ধক করছিলো ওই সময়। তবে শেষে যে চমক দিলে বাবারে। যে এলো ঝড়ের মতো সেই কিনা দুমড়িয়ে মুচড়িয়ে পড়ে রইলো। সেটা বোধহয় একদিন জানতেই পারবো। সবই তার খেলা।
আর হিয়া আর গোগোলের মামনির অংশ টুকুও সত্যিই ভালোলাগায় ♥️
তবে একটা প্রশ্ন..... এই সন্দীপ বাবু কি অনিমেষ দত্ত স্যার এর থেকে ট্রেনিং নিয়ে এসেছেন নাকি? কথা বার্তায় ওনার ছাপ পেলাম। কারণ ওনার সামনে যদি কেউ বেশি বাড়ে বার.... উনি মেরে ফাটিয়ে দেন গা##
আজকের সাংঘাতিক পর্বের জন্য ডবল রেপু
দুই থানার মধ্যে শাটল কক খেলার সিকোয়েন্স আর তারপর সেখানে ইন্সপেক্টর সাহেবের আগমন এবং ঢিসুম ঢিসুম, পরবর্তীতে ডায়লগ বাজি .. এইসব দেখে শুনে তোমার যদি প্রলয়ের অনিমেষ দত্তের কথা মনে হয়, তাহলে বলবো এরকম উদাহরণ অনেক আছে। ফাটাকেষ্টের কৃষ্ণসারথী কিংবা সংঘর্ষের ইন্দ্রজিৎ .. আসলে সব সৎ পুলিশ অফিসাররা বোধহয় এক ধরনের হয়। এই সন্দীপ সেনগুপ্ত চরিত্রটি কারুর থেকে ইন্সপায়ার্ড হয়ে নয় .. এই ভদ্রলোক একদম নিজের মতো।
অনেক ধন্যবাদ সঙ্গে থাকো এবং পড়তে থাকো