26-01-2023, 08:52 PM
বেহায়া বাতাসকে
উপেক্ষা করে কনকনে শীতের রাতে
উচ্ছল বাইকটা যেন জ্ঞানহারা
দিগ্বিদিক-
ভাবালুতায় তেমনি আমিও ভাসমান।
বুকে পিঠে শুদ্ধতার স্লোগান চেপে
কথা ছিল সুসময়ের বাতাস টেনে
ঝড় তুলবে ঠোঁটে ফিরে আসবার সিম্ফনি
আমি সাত সমুদ্র পার হয়ে
কলেজ রোডের দোরগোড়ায় গিয়ে
তোমার নাম ধরে ভীষণ উত্তাল এক
বোবা চিৎকারে কয়েক মুহূর্ত রাঙিয়ে
ঝুলতে থাকলো মূর্তিমান পেন্ডুলাম হয়ে।
রাস্তার শেষ মাথায়
গাড়ী না যাবার ব্যারিকেড
স্পষ্ট জানান দেয় এবার ও হবে না - মৈত্রেয়ী
উপেক্ষা করে কনকনে শীতের রাতে
উচ্ছল বাইকটা যেন জ্ঞানহারা
দিগ্বিদিক-
ভাবালুতায় তেমনি আমিও ভাসমান।
বুকে পিঠে শুদ্ধতার স্লোগান চেপে
কথা ছিল সুসময়ের বাতাস টেনে
ঝড় তুলবে ঠোঁটে ফিরে আসবার সিম্ফনি
আমি সাত সমুদ্র পার হয়ে
কলেজ রোডের দোরগোড়ায় গিয়ে
তোমার নাম ধরে ভীষণ উত্তাল এক
বোবা চিৎকারে কয়েক মুহূর্ত রাঙিয়ে
ঝুলতে থাকলো মূর্তিমান পেন্ডুলাম হয়ে।
রাস্তার শেষ মাথায়
গাড়ী না যাবার ব্যারিকেড
স্পষ্ট জানান দেয় এবার ও হবে না - মৈত্রেয়ী
গল্পের পরবর্তী আপডেট তৈরী। আগামীকাল রাতেই আসছে নতুন পর্ব, সঙ্গেই থাকুন....