25-01-2023, 01:51 PM
(24-01-2023, 04:25 PM)Bumba_1 Wrote:parna is back
তার শয্যাসঙ্গিনী পর্ণার মুখে কথাগুলো শুনে প্রথমে চমকে উঠছিলো লালু আলম। হ্যাঁ, প্রেম হয়তো জেগেছিল কোনো সময় আলম সাহেবের মনেও। তবে তাদের প্রেম তো শুধু মন নিয়ে খেলা নয়। তাদের পরস্পরের প্রেম তো শুধু দুটি তৃষ্ণার্ত ঠোঁটের উষ্ণ স্পর্শ নয়। তাদের দুজনের প্রেম তো সেই মান্ধাতার আমলের চোখে চোখ মেলে চেয়ে থাকা নয়। তাদের প্রেম মানে শরীরী উন্মত্ততায় ভেসে যাওয়া। তাদের প্রেম মানে যৌনতার করাল গ্রাসে পরস্পরের কাছে আত্মসমর্পণ।