25-01-2023, 01:19 AM
Avenger endgame সিনেমাটির শেষের দৃশ্যটি যখন দেখছিলাম তখন হঠাৎই পিনুরাম দাদার forbidden love গল্পটির কথা মনে পড়ছিলো। মনে পড়ছিলো যে রাতে আমি গল্পটা পড়া শেষ করলাম। ভীষন মনখারাপ নিয়ে মনে মনে হাজার খানেক গালাগাল দিয়েছিলাম পিনুরাম দাদাকে(ইয়ে মানে পরে অবশ্য ক্ষমাও চেয়েছি,মনে মনে) শালা ভালোবাসার চরিত্রগুলোকেই মেরে ফেলে, আলাদা করে দেয়। তেমনি সেদিন রুশো ভাতৃদ্বয়ের ওপরেও ভীষন রাগ হয়েছিলো Tony stark কে মেরে ফেলার জন্য। ( হ্যাঁ জানি চিত্রনাট্য লিখেছিলো markus আর macfeely তাও ওদের ওপর রাগ হয়েছিলো) কিন্তু মনে মনে এটাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলাম বিচ্ছেদ মানেই ভালোবাসার সমাপ্তি নয়। বিচ্ছেদ মানে নতুন কিছুর শুভারম্ভ। স্রষ্টা তার সবচেয়ে প্রিয় চরিত্রকে সব সময় চায় এমন যায়গায় রাখতে যেখানে সবাই তাকে শ্রেষ্ট মনে করে। আপনার এই গল্পটিও আমার কাছে ঠিক সেরকমই একটা অনুভূতি দিলো। অসংখ্য ধন্যবাদ এমন লেখা উপহার দেওয়ার জন্য।