24-01-2023, 11:57 PM
(24-01-2023, 04:25 PM)Bumba_1 Wrote:
তার শয্যাসঙ্গিনী পর্ণার মুখে কথাগুলো শুনে প্রথমে চমকে উঠছিলো লালু আলম। হ্যাঁ, প্রেম হয়তো জেগেছিল কোনো সময় আলম সাহেবের মনেও। তবে তাদের প্রেম তো শুধু মন নিয়ে খেলা নয়। তাদের পরস্পরের প্রেম তো শুধু দুটি তৃষ্ণার্ত ঠোঁটের উষ্ণ স্পর্শ নয়। তাদের দুজনের প্রেম তো সেই মান্ধাতার আমলের চোখে চোখ মেলে চেয়ে থাকা নয়। তাদের প্রেম মানে শরীরী উন্মত্ততায় ভেসে যাওয়া। তাদের প্রেম মানে যৌনতার করাল গ্রাসে পরস্পরের কাছে আত্মসমর্পণ।
বাকিটা জানতে হলে পড়তে হবে প্রতিশোধমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
আগামী পরশু রাতে নিয়ে আসছি দুটি আপডেট সম্বলিত উপন্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব
কিছু শোধ করার যদি কোন প্রশ্ন উঠে তবে নিয়মতান্ত্রিক ভাবেই প্রতিশোধ সবার আগের তার কার্য সম্পাদন করে।
প্রেমের অনেক মানে হয় তবে ভালোবাসার নয়। তাই হয়তো প্রেমকে অনেক ভাবেই সংজ্ঞায়িত করে নেয়া যায় হোক সেটা মনের বা শরীরের।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।