24-01-2023, 10:46 PM
দিনিমুনি, আপনার লেখা অসাধারণ হচ্ছে বললেও কম বলা হবে. এতোটাই সুন্দর হচ্ছে.
আচ্ছা, একটা ব্যাপার মাথায় ঢুকলো না. দত্তদের ফ্ল্যাটে/বাড়ীতে রাত্রিবেলা স্যারমামু এলেন কি করে!!!
- তারা এতোটাই মনে হয় দায়িত্বজ্ঞানহীন নয় যে ফ্ল্যাটের/বাড়ীর সদর দরজা খুলে রাখবে আর কেউ এসে চোরের মতো চুপিসারে ঢুকে পড়বে.
- স্যারমামু শর্মীদের প্রতিবেশীও নন, যে এতো সহজে শর্মীদের বাড়ীতে ঢুকে পড়বেন.
- আবার এখনও পর্যন্ত স্যারমামুকে এতোটা বেপরোয়া মনে হয়নি যে উনি শর্মীর জন্য রাত্তিরে এতোটা দূরে এসে ওর বাড়ীতে চোরের মতো ঢুকে পড়বেন. আর ওনি শর্মীদের বাড়ী আদৌ চেনেন নাকি!
ওনার যদি এতোটাই বেপরোয়ামি থাকতো, তাহলে ওনার সবচেয়ে বড়ো সুযোগ যখন শর্মী ওনার বাড়ীতে ওনার কাছে পড়তে যায় - তার সদ্ব্যবহার করতেন. এতো বলেননি যে ওই রাত্রে স্যারমামু ওদের বাড়ীতে অতিথি হয়ে এসেছিলো আর রাতটা সেখানে কাটাবেন বলে ঠিক করেন. আপনি এখানে স্যারমামুকে নিয়ে একটা বড়ো suspense রেখে দিয়েছেন. এখনও আপনা এই গল্পে বাস্তবিকতার খুব একটা ব্যতিক্রম হতে দেখিনি. কে জানে হয়তো আগে গিয়ে দেখতে পারবো যে স্যারমামুর উপস্থিতির পুরো ব্যাপারটাই শর্মীর কল্পনা ছাড়া আর কিছুই নয় - ও মনে মনে স্যার মামুকে নিয়ে এতোটাই fascinated হয়ে পড়েছে যে ওর মনের দুর্বল মুহূর্তে স্যারমামুর কাল্পনিক উপস্থিতি উপলব্ধি করতে পারছে.
যাক এই রোমাঞ্চকর উত্তেজক দৃশ্য ও প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে রয়েছি. আর যদি উত্তর নাই আসে তাতেও কোনো দুঃখ নেই. মেনে নেবো আপনি আজকাল দক্ষিণ ভারতীয় ছায়াছবি একটু বেশীই দেখছেন এবং যথারীতি অনুপ্রাণিতও হয়েছেন.
ভালো থাকবেন.