24-01-2023, 10:46 PM
(23-01-2023, 11:17 AM)poka64 Wrote: রইলো ভরপুুর স্রদ্ধা
তুমিতো রিয়েল যোদ্ধা
কতবার খেলে ব্লক
বলতে ছাড়না হক
পোকাদার মজাদার কিন্তু মানে ভরা ছড়া পড়ার অভিজ্ঞতা কিছু নতুন নয় বহু বছরের।
অনেক অনেক বিখ্যাত লেখকের গল্পে উনি বহু বছর ধরে নিজের অমৃতকথা ঢেলে এসেছেন , আমার বেশ কিছু পুরোনো উদ্ধার করা পুরোনো গল্পে ওগুলো ওনার নামেই পোস্টও করেছি। আগেও যদি পাই নিশ্চই করে যাবো।
কিন্তু আজ ওই পোকাদা আমাকে নিয়ে একটা ছড়া লিখে আমার প্রশংসা করলেন ,
হাজার হাজার লাইক আর রেপু ইত্যাদি সব ছাপিয়ে গেলো আজ ওই চারটে লাইন।
আজ আমি অভিভূত এবং আপ্লুত !!