24-01-2023, 07:52 PM
(24-01-2023, 11:41 AM)true man Wrote: এত দিন পর এই টুকুন
ভাবছিলাম গল্পটা শেষ করে দিব কিনা।কিন্তু পাঠকদের আগ্রহ দেখে আর এটা শেষ করতে মন চাইছিল না। অপেক্ষা করছিলাম যে পাঠকরা কতটুকু আগ্রহী গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। যেহেতু দেখলাম অনেকেই চাইছে গল্পটা শেষ না করে চালিয়ে যাওয়ার জন্য, তাই অনেক চিন্তা ভাবনা করে আপডেটের সংশোধন ও পরিমার্জন করে দিলাম। তাছাড়া আমার কম্পিউটারটাও একটু সমস্যা দিচ্ছিল। ভাগ্যিস আপডেটগুলো মুছে যায়নি। সবে তো শুরু, সামনে দেখুন, তুশি গোপনে গোপনে আর কি কি করছে।