23-01-2023, 11:46 PM
(23-01-2023, 10:14 PM)Papai Wrote: Kahini jome uthechey. Ebar sudhu jojor parents noy onno bariteo paranormal bapar shuru hoe geche. Window te awaz er scene ta sotti bhoyer chilo. Kono karone regey achey ki sei entity?
কে জানে দাদা? বড়ো অদ্ভুত সব ব্যাপার ঘটছে পাড়ায়। এই তো সেদিন জোজোর বাবা ফিরছিলো হটাৎ....... না..... এখানে আর বলবোনা। পরের পর্বে জানাবো।
(23-01-2023, 10:19 PM)Boti babu Wrote: ধন্যবাদ দাদা এই অধমের কথা শুনতে চাওয়ার জন্য
প্রথমেই কিছু কথা বলছি আমি ভূত প্রেত বিশ্বাস করি না যা আমি নিজ চোখে দেখি না তা কখনোই বিশ্বাস করি না তারপরেও কিছু কিছু ঘটনার কথা মনে হলে সব তালগোল পাকিয়ে যায়। সে রকম কিছু আমার অভিজ্ঞতার কথা আমি বলতে যাচ্ছি। যদি কেউ ভাবে আমি ঢপ মারছি তাহলে কিছু করার নেই।
আগে আমার কিছু সাহসের নমুনা বলছি আমি একসময় ড্রিন্স করতাম বন্ধুদের সাথে কিন্তু আমাদের যেখানে বসবাস সেখানে ঐরকম জায়গার অভাব যেখানে বাচ্চারা বসে মাল টানতে পারবে তাই আমরা কিছু বন্ধু মিলে আমাদের শহরের মহা শ্মশানে বশে মাল টানতাম মাঝে মধ্যে ভোলাবাবার প্রসাদ (সিদ্ধি) খেতাম অনেক রাত করে ফিরেছি কোনও দিন রাত একটা কোনও দিন রাত দুটো । সবচেয়ে আমার পছন্দের সময় ছিল অমাবশ্যার সময় শ্মশান কালি মন্দিরে বশে মার পূজো দেখতে দেখতে বাবা টান মারা উফ এখনো ইচ্ছে হয় ঐ সময়ে চলে যেতে । তা আশা করি বুঝতেই পারছেন কেমন ছিলাম।
তো আগেই বলেছি S.B.I এর বন্ধুর কথাতে চলে গেলাম ভোর বেলা চারটার ট্রেন ধরে চললাম সকাল ৮ টাই ট্রেন থেকে নেমে আবার গাড়িতে তো গন্তব্য পৌঁছতে পৌঁছতে ১০'৩০ টা বেজে গেছে তার পর সারা দিন কাজ কাজ আর কাজ আমি কি করবো বাইরে যাই সুখটান দি সময় কাটানোর জন্য, branch এ দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল, তারপর আবার কাজ কাজ তো এভাবেই ৪ টা বেজে গেল কিন্তু কাজ শেষ হয় নি................
এটা ছাড়াও আরো তিনটা মারাত্মক অভিজ্ঞতা সাক্ষী হয়ে ছিলাম । তার ভেতর একটা খবরতো সত্যতা জানার জন্য ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে এসেছিল। ঐ গুলি নিয়ে আরেক দিন বলবো দাদা। বিশ্বাস করা না করা আপনার উপর আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম।
বাবারে! এতো সাংঘাতিক অভিজ্ঞতা! তবে আমার কি মনে হয় জানেন? পূর্বের আপনার ব্যাক্ত করা অতীতের ক্রিয়া গুলো থেকে বোঝা যায় আপনার সাহস অনেক। আর সেটা আপনার ভেতরের পসিটিভ শক্তি অনেক বেশি বাড়িয়ে তুলেছে। তাই আপনার ও আপনাদের সাথে বিশেষ বাড়াবাড়ি হতে পারেনি। শুধুই অস্তিত্ব জানান দেবার ওপর দিয়েই গেছে।
আপনি না থাকলে ওনার যে কি অবস্থা হতো ভাবতে পারছিনা!
আরও তিনটে অভিজ্ঞতা কি ঘটেছিলো পারলে একদিন জানাবেন। এই থ্রেড তো এই বিশেষ ব্যাপার কেন্দ্র করেই তাই আমার কাহিনী ছাড়াও আরও সত্য অভিজ্ঞতা হয়তো থ্রেডকে আলাদা মাত্রা দেবে। খুব ভয়ঙ্কর লাগলো । আসলে যার সাথে ঘটে সেই বোঝে।