23-01-2023, 05:12 PM
চতুঃষষ্টিতম অধ্যায়
সাজগোজে কোনোদিনই দীপশিখার তেমন মনোযোগ ছিল না।একটা সিল্কের শাড়ি সেইমতো জামা পরলেন।হাতে কয়েক গাছা চুড়ি আর গলায় একটা হার।প্রস্তুত হয়ে আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখলেন।বসার ঘর থেকে জুলজুল চেয়ে চেয়ে মনু তাকে দেখছে নজরে পড়ল।আমার আপত্তি নেই।কেতাত্থ করেছে।রাগতে গিয়ে হেসে ফেললেন দীপশিখা।বেরোবার আগে মনুকে শুনিয়ে বললেন,আমার ফিরতে কতরাত হবে ঠিক নেই।টেবিলে ভাত চাপা দেওয়া রইল খেয়ে নিও।
মোমো তোমাকে বেশ লাগছে।সুখর চোখে মুগ্ধতা।
তোমার কাছে কেউ শুনতে চেয়েছে মনে মনে বললেন দীপশিখা।মনুর কথায় আমল না দিয়ে বেরিয়ে গেলেন।
পিছন হতে লক্ষ্য করে সুখ দীর্ঘ দেহী গোড়ালী পর্যন্ত চন্দন রঙের শাড়ী।মোমো তাকে উপেক্ষা করছে বুঝতে পেরেও রাগ হয়না।বরং মোমোর জন্য বুকের মধ্যে অজান্তে জমে আছে একটা কষ্ট।রূপ গুণ কিইনা আছে সেই তুলনায় কিইবা পেল জীবনে। খারাপ লাগে তার কতটুকু সামর্থ্য যে মোমোকে একটু সুখের আস্বাদ দেবে।বুকে চাপা সুপ্ত বেদনার ভার নিয়ে মোমো গেল সহকর্মীর বিয়েতে।সুখ ঘড়ি দেখল এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই।পিঠের দিকে হাত বাড়িয়ে ক্ষতস্থানে হাত দিয়ে চেপে বোঝার চেষ্টা করে।কিছুই বোঝা যায় না।মনে হচ্ছে শুকিয়ে গেছে।মেসের সবাই হয়তো তাকে নিয়ে ভাবছে কোথায় গেল ছেলেটা।একটা কিছু বানিয়ে বলতে হবে যাতে বিশ্বাসযোগ্য মনে হয়।
বাস থেকে সিথির মোড়ে নেমে জিজ্ঞেস করতে দেখিয়ে দিতে পিছনে হাটতে থাকে দীপশিখা।আলোয় ঝলমল করছে সম্পূর্ণ বাড়ীটা গেটে লেখা সুজিত শুক্লার নাম।গেটের মুখে নজরে পড়ে মিসেস সেন সঙ্গে ভদ্রলোক সম্ভবত ওর হাজব্যাণ্ড।তাকে দেখতে পেয়ে ওরা দাঁড়িয়ে পড়ল।কাছে যেতে মিসেস সেন সঙ্গের ভদ্রলোককে বললেন,তুমি বলছিলে না আলাপ করবে।এই সেই দীপশিখা মিত্র,মিস মিত্র ইনি আমার বেটার হাফ।মিসেস সেনের ঠোটে হাসি।
দীপশিখা দুহাত জোড় করে নমস্কার করলেন।ভদ্রলোকও প্রতিনমস্কার করে বললেন,আমি রাজীব সেন।তিনজনে ভিতরে ঢুকে গেল।
আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগল।রাজীব বললেন।
আলাপ আর হল কই দীপশিখা ভাবলেন।বউ আগে রাজীব পিছিয়ে পড়ছেন।দীপশিখার মনে হল চোখ দিয়ে তার সারা শরীর লেহন করছে।মিসেস সেন পিছন ফিরে বললেন,কি হল দাঁড়িয়ে পড়লে কেন?
আসছি,চলুন মিস মিত্র।রাজীব বললেন।
দীপশিখা অস্বস্তি বোধ করেন।ভিতরে ঢুকতে বেশ কয়েকজন সহকর্মী ওকে ঘিরে ধরে ওদের স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিল।তারপর চলল অপ্রয়োজনীয় আলাপ।স্বামীদের আগ্রহ দেখে ওরা টেরিয়ে টেরিয়ে দেখতে থাকে।অতি কষ্টে ওদের এড়িয়ে এগোতে যাবে একভদ্রলোক এগিয়ে এসে বলল,আপনি দীপশিখা মিত্র--রাইট?আমি সুকেশ অতসী আমার ওয়াইফ।
দীপশিখা হাসলেন।
এই বিয়ে বাড়ীতে কথা বলা যায় না।একদিন আসুন না আমাদের বাড়ি জমিয়ে গল্প করা যাবে।
দীপশিখা চোখ তুলে দেখলেন ইঙ্গিতবহ দৃষ্টি।নিরীহ হেসে বললেন,অতসীকে বলবেন কেন যাবো না।দীপশিখা এগিয়ে গেলেন।দূরে মঞ্চের উপর বসে শুক্লা।দীপশিখা কাছে যেতেই শুক্লা বলল,ওরা ঠিকই বলেছে।
কারা কি বলেছে?
দীপুদি তোমার চেহারায় বেশ জেল্লা এসেছে।
দীপশিখা ব্যাগ থেকে বাক্সটা বের করে এগিয়ে দিল।শুক্লা বাক্স খুলে অবাক হয়ে বলল,দারুণ! তুমি পরিয়ে দাও।
তোর পছন্দ হয়েছে?
হবে না?তুমি দিয়েছো এটাই বড় কথা।
দীপশিখা চেনটা ওর গলায় পরিয়ে দিলেন।শুক্লা বলল,এত দেরী করলে?
আর বলিস না।সবাই স্বামীদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল।ওদের স্বামীরা নাকি আমার সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছে।অতসীর স্বামী তো বাড়ীতে যাবার আমন্ত্রণ করে বসল।হেসে বললেন দীপশিখা।
একটা কথা বলব দীপুদি কিছু মনে কোর না।
মনে করব কেন?কি কথা?
আমাদের সমাজে একা মহিলাদের সবাই মনে করে খুব সস্তা।
বাদ দে ওসব কথা।বর কখন আসবে?
একটু রাতে লগন তাই হয়তো দেরী করছে।শুক্লা একটু ভেবে বলল,দীপুদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব?
দীপশিখা ভাবে এখন আবার কি জিজ্ঞেস করবে,তার সম্পর্কে কিছু শুনেছে নাকি?মৃদু হেসে তাকালেন।
মোটুকে তোমার কেমন মনে হয়েছে?
তুই সুজিতের কথা বলছিস?দেখ শুক্লা একবার দেখে একজন সম্পর্কে কতটুকুই বা জানা যায়।তবু বলছি ডাক্তার ছেলেটাকে আমার খারাপ লাগেনি।শোন শুক্লা তুই একজন অধ্যাপিকা যদি সেরকম কিছু মনে হয় তারও প্রতিকার আছে।
দীপুদি রাত হচ্ছে তুমি খেয়ে নেও।
রাত হয়েছে সুখ আর দেরী করে না।টেবিলে ঢাকা দেওয়া ভাত নিয়ে বসে গেল।মোমো নেই একা একা খেতে বসেছে এই প্রথম।মোমো বলছে কত রাত হবে ঠিক নেই।বিয়ে বাড়ীতে ভালমন্দ খাওয়া হয়।মাও একদিন জোর করে নেমন্তন্ন বাড়ীতে পাঠিয়েছিল মনু একটু ভালমন্দ খেয়ে আসুক।সে এক রাত গেছে।কেমন আছে বৈচিমাসী কে জানে।নিজের সংসার ছাড়া অন্যের সংসারে কেমন থাকে মানুষ সুখর মোটামুটি একটা ধারণা আছে।
খাওয়া শেষ হলে বাসন ধুয়ে টিভি দেখতে বসল।টিভি চলছে কিন্তু সুখর মন হারিয়ে গেছে অন্য চিন্তায়।মোমো না আসা পর্যন্ত শুতেও পারছে না।একা মহিলা সেজন্য চিন্তা হচ্ছে।
দীপশিখা দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন মনু টিভি খুলে বসে আছে।নিজের ঘরে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন।টেবিল পরিস্কার তাও জিজ্ঞেস করলেন,খাওয়া হয়েছে?
সম্মতি সূচক ঘাড় নাড়ে সুখ।
সন্ধ্যে বেলার খবর শুনেছো?
এইমাত্র খুলেছি।
সোমবার বিএ বিএসসির ফল প্রকাশ হবে।দীপশিখা গভীরভাবে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করেন।
তাহলে কি হবে?
তুমি বলছো পরীক্ষা দিয়েছো তুমি জানো।
আমি সেকথা বলছি না।রেজাল্ট কেমন হবে জানি না তবে পাস করে যাবো।
দীপশিখার অবাক লাগে জিজ্ঞেস করেন,তাহলে আবার কি হবে?
না ঐদিন তো আবার হাসপাতালে যাবার কথা।
ঠিক আছে এখন শুয়ে পড়ো,রাত হয়েছে।
দীপশিখা ঘরে ঢুকে শাড়ী বদলাতে থাকেন।মনু তাহলে মিথ্যে বলেনি।আবার নিশ্চিত পাস করবেই।দীপশিখার ঘোর কাটে না।ম্যাক্সি গায়ে দিয়ে আয়নার সামনে দাড়ালেন।শুক্লা বলছিল চেহারায় জেল্লা এসেছে।নিজেকে মুগ্ধচোখে দেখতে থাকেন।যাবার সময় মনুও বলছিল বেশ লাগছে।আরক্তিম হন দীপশিখা।
লাইট নিভিয়ে শুয়ে পড়লেন।কাল আবার কলেজ আছে।সোমবারের কাজ গুলো মনে মনে সাজিয়ে নিলেন।
সাজগোজে কোনোদিনই দীপশিখার তেমন মনোযোগ ছিল না।একটা সিল্কের শাড়ি সেইমতো জামা পরলেন।হাতে কয়েক গাছা চুড়ি আর গলায় একটা হার।প্রস্তুত হয়ে আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখলেন।বসার ঘর থেকে জুলজুল চেয়ে চেয়ে মনু তাকে দেখছে নজরে পড়ল।আমার আপত্তি নেই।কেতাত্থ করেছে।রাগতে গিয়ে হেসে ফেললেন দীপশিখা।বেরোবার আগে মনুকে শুনিয়ে বললেন,আমার ফিরতে কতরাত হবে ঠিক নেই।টেবিলে ভাত চাপা দেওয়া রইল খেয়ে নিও।
মোমো তোমাকে বেশ লাগছে।সুখর চোখে মুগ্ধতা।
তোমার কাছে কেউ শুনতে চেয়েছে মনে মনে বললেন দীপশিখা।মনুর কথায় আমল না দিয়ে বেরিয়ে গেলেন।
পিছন হতে লক্ষ্য করে সুখ দীর্ঘ দেহী গোড়ালী পর্যন্ত চন্দন রঙের শাড়ী।মোমো তাকে উপেক্ষা করছে বুঝতে পেরেও রাগ হয়না।বরং মোমোর জন্য বুকের মধ্যে অজান্তে জমে আছে একটা কষ্ট।রূপ গুণ কিইনা আছে সেই তুলনায় কিইবা পেল জীবনে। খারাপ লাগে তার কতটুকু সামর্থ্য যে মোমোকে একটু সুখের আস্বাদ দেবে।বুকে চাপা সুপ্ত বেদনার ভার নিয়ে মোমো গেল সহকর্মীর বিয়েতে।সুখ ঘড়ি দেখল এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই।পিঠের দিকে হাত বাড়িয়ে ক্ষতস্থানে হাত দিয়ে চেপে বোঝার চেষ্টা করে।কিছুই বোঝা যায় না।মনে হচ্ছে শুকিয়ে গেছে।মেসের সবাই হয়তো তাকে নিয়ে ভাবছে কোথায় গেল ছেলেটা।একটা কিছু বানিয়ে বলতে হবে যাতে বিশ্বাসযোগ্য মনে হয়।
বাস থেকে সিথির মোড়ে নেমে জিজ্ঞেস করতে দেখিয়ে দিতে পিছনে হাটতে থাকে দীপশিখা।আলোয় ঝলমল করছে সম্পূর্ণ বাড়ীটা গেটে লেখা সুজিত শুক্লার নাম।গেটের মুখে নজরে পড়ে মিসেস সেন সঙ্গে ভদ্রলোক সম্ভবত ওর হাজব্যাণ্ড।তাকে দেখতে পেয়ে ওরা দাঁড়িয়ে পড়ল।কাছে যেতে মিসেস সেন সঙ্গের ভদ্রলোককে বললেন,তুমি বলছিলে না আলাপ করবে।এই সেই দীপশিখা মিত্র,মিস মিত্র ইনি আমার বেটার হাফ।মিসেস সেনের ঠোটে হাসি।
দীপশিখা দুহাত জোড় করে নমস্কার করলেন।ভদ্রলোকও প্রতিনমস্কার করে বললেন,আমি রাজীব সেন।তিনজনে ভিতরে ঢুকে গেল।
আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগল।রাজীব বললেন।
আলাপ আর হল কই দীপশিখা ভাবলেন।বউ আগে রাজীব পিছিয়ে পড়ছেন।দীপশিখার মনে হল চোখ দিয়ে তার সারা শরীর লেহন করছে।মিসেস সেন পিছন ফিরে বললেন,কি হল দাঁড়িয়ে পড়লে কেন?
আসছি,চলুন মিস মিত্র।রাজীব বললেন।
দীপশিখা অস্বস্তি বোধ করেন।ভিতরে ঢুকতে বেশ কয়েকজন সহকর্মী ওকে ঘিরে ধরে ওদের স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিল।তারপর চলল অপ্রয়োজনীয় আলাপ।স্বামীদের আগ্রহ দেখে ওরা টেরিয়ে টেরিয়ে দেখতে থাকে।অতি কষ্টে ওদের এড়িয়ে এগোতে যাবে একভদ্রলোক এগিয়ে এসে বলল,আপনি দীপশিখা মিত্র--রাইট?আমি সুকেশ অতসী আমার ওয়াইফ।
দীপশিখা হাসলেন।
এই বিয়ে বাড়ীতে কথা বলা যায় না।একদিন আসুন না আমাদের বাড়ি জমিয়ে গল্প করা যাবে।
দীপশিখা চোখ তুলে দেখলেন ইঙ্গিতবহ দৃষ্টি।নিরীহ হেসে বললেন,অতসীকে বলবেন কেন যাবো না।দীপশিখা এগিয়ে গেলেন।দূরে মঞ্চের উপর বসে শুক্লা।দীপশিখা কাছে যেতেই শুক্লা বলল,ওরা ঠিকই বলেছে।
কারা কি বলেছে?
দীপুদি তোমার চেহারায় বেশ জেল্লা এসেছে।
দীপশিখা ব্যাগ থেকে বাক্সটা বের করে এগিয়ে দিল।শুক্লা বাক্স খুলে অবাক হয়ে বলল,দারুণ! তুমি পরিয়ে দাও।
তোর পছন্দ হয়েছে?
হবে না?তুমি দিয়েছো এটাই বড় কথা।
দীপশিখা চেনটা ওর গলায় পরিয়ে দিলেন।শুক্লা বলল,এত দেরী করলে?
আর বলিস না।সবাই স্বামীদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল।ওদের স্বামীরা নাকি আমার সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছে।অতসীর স্বামী তো বাড়ীতে যাবার আমন্ত্রণ করে বসল।হেসে বললেন দীপশিখা।
একটা কথা বলব দীপুদি কিছু মনে কোর না।
মনে করব কেন?কি কথা?
আমাদের সমাজে একা মহিলাদের সবাই মনে করে খুব সস্তা।
বাদ দে ওসব কথা।বর কখন আসবে?
একটু রাতে লগন তাই হয়তো দেরী করছে।শুক্লা একটু ভেবে বলল,দীপুদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব?
দীপশিখা ভাবে এখন আবার কি জিজ্ঞেস করবে,তার সম্পর্কে কিছু শুনেছে নাকি?মৃদু হেসে তাকালেন।
মোটুকে তোমার কেমন মনে হয়েছে?
তুই সুজিতের কথা বলছিস?দেখ শুক্লা একবার দেখে একজন সম্পর্কে কতটুকুই বা জানা যায়।তবু বলছি ডাক্তার ছেলেটাকে আমার খারাপ লাগেনি।শোন শুক্লা তুই একজন অধ্যাপিকা যদি সেরকম কিছু মনে হয় তারও প্রতিকার আছে।
দীপুদি রাত হচ্ছে তুমি খেয়ে নেও।
রাত হয়েছে সুখ আর দেরী করে না।টেবিলে ঢাকা দেওয়া ভাত নিয়ে বসে গেল।মোমো নেই একা একা খেতে বসেছে এই প্রথম।মোমো বলছে কত রাত হবে ঠিক নেই।বিয়ে বাড়ীতে ভালমন্দ খাওয়া হয়।মাও একদিন জোর করে নেমন্তন্ন বাড়ীতে পাঠিয়েছিল মনু একটু ভালমন্দ খেয়ে আসুক।সে এক রাত গেছে।কেমন আছে বৈচিমাসী কে জানে।নিজের সংসার ছাড়া অন্যের সংসারে কেমন থাকে মানুষ সুখর মোটামুটি একটা ধারণা আছে।
খাওয়া শেষ হলে বাসন ধুয়ে টিভি দেখতে বসল।টিভি চলছে কিন্তু সুখর মন হারিয়ে গেছে অন্য চিন্তায়।মোমো না আসা পর্যন্ত শুতেও পারছে না।একা মহিলা সেজন্য চিন্তা হচ্ছে।
দীপশিখা দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন মনু টিভি খুলে বসে আছে।নিজের ঘরে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন।টেবিল পরিস্কার তাও জিজ্ঞেস করলেন,খাওয়া হয়েছে?
সম্মতি সূচক ঘাড় নাড়ে সুখ।
সন্ধ্যে বেলার খবর শুনেছো?
এইমাত্র খুলেছি।
সোমবার বিএ বিএসসির ফল প্রকাশ হবে।দীপশিখা গভীরভাবে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করেন।
তাহলে কি হবে?
তুমি বলছো পরীক্ষা দিয়েছো তুমি জানো।
আমি সেকথা বলছি না।রেজাল্ট কেমন হবে জানি না তবে পাস করে যাবো।
দীপশিখার অবাক লাগে জিজ্ঞেস করেন,তাহলে আবার কি হবে?
না ঐদিন তো আবার হাসপাতালে যাবার কথা।
ঠিক আছে এখন শুয়ে পড়ো,রাত হয়েছে।
দীপশিখা ঘরে ঢুকে শাড়ী বদলাতে থাকেন।মনু তাহলে মিথ্যে বলেনি।আবার নিশ্চিত পাস করবেই।দীপশিখার ঘোর কাটে না।ম্যাক্সি গায়ে দিয়ে আয়নার সামনে দাড়ালেন।শুক্লা বলছিল চেহারায় জেল্লা এসেছে।নিজেকে মুগ্ধচোখে দেখতে থাকেন।যাবার সময় মনুও বলছিল বেশ লাগছে।আরক্তিম হন দীপশিখা।
লাইট নিভিয়ে শুয়ে পড়লেন।কাল আবার কলেজ আছে।সোমবারের কাজ গুলো মনে মনে সাজিয়ে নিলেন।