22-01-2023, 10:10 PM
(22-01-2023, 09:47 PM)Sanjay Sen Wrote: কিছু একটা রহস্যময় ব্যাপার তো আছেই, তবে একটা ব্যাপার জেনে নিশ্চিন্ত হলাম কান্নার আওয়াজ বা দরজা ধাক্কানো অথবা গ্রিল ধাক্কানোর আওয়াজ শুধু একজন নয় এই গল্পে উপস্থিত প্রত্যেকটি চরিত্র যারা ওই রাতে জেগে ছিল বা ঘুম ভেঙে গিয়েছিল - তারা সবাই পেয়েছে। তারমানে যিনি নিজের অস্তিত্ব জানান দিতে চাইছেন তিনি কিছু একটা প্রকাশ করতে চাইছেন। দেখা যাক আগে কি হয়
সত্যিই। কিন্তু মুহুর্ত গুলো এতটাই ভয়ঙ্কর যে তার উর্ধে কেউ কিছুই ভাবতে চায়না সহজে। দেখা যাক আগে কি হয়।
(22-01-2023, 09:52 PM)Bumba_1 Wrote: হাম সাত সাত হ্যায় এই আওয়াজ, এই ক্রন্দন, এই চিৎকার যখনই হচ্ছে এবং ভবিষ্যতে হবে তখন যদি সবাই একসঙ্গে থাকে, তাহলে অবশ্যই we shall overcome .. এটাই এখন মূল মন্ত্র হওয়া উচিৎ এই কাহিনীতে উপস্থিত চরিত্রগুলির। বাড়িতে কিন্তু বাচ্চাটা একা আছে, ভুলে গেলে চলবে না ..
কিন্তু একটা ফিল্ম ভুলে গেলে যে চলবেনা। হাম আপকে হ্যা কৌন? সমাজের সেরা সিনেমা প্রয়োজন না পড়লে সবাই যে এই ফিল্মটাই বেশি দেখে। দেখা যাক আগে কি হয়।