22-01-2023, 09:26 PM
(22-01-2023, 08:18 PM)nextpage Wrote: এমনটা আমার কাছেও মনে হয়েছিল কিন্তু রাতে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম সুজাতা তার জায়গা থেকে খুব বেশি ভুল ও নয়। যেটা হয়েছে সেটা ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়া মাত্র।
মা সব সহ্য করতে পারে কিন্তু অন্য কারও মুখে বারবার নিজ সন্তানের নামে কটুক্তি শুনতে পারে না। কাবেরীর কাছ থেকে সেটা কিন্তু সে অনেকদিন ধরেই পেয়ে এসেছে তবে তার সন্তানের উপর আস্থা ছিল। কিন্তু সর্বশেষ গোগোলের কথা দেবার পরও যে ওমন একটা পরিস্থিতিতে যে ওকে প্রমান সহ ওখানেই পাবে সেটা মানতে পারে নি মায়ের মন। আর সে কারণে নিজের মন বা মস্তিষ্কের উপর আর নিয়ন্ত্রন রাখতে পারে নি সে।
এমন ঘটনা আমাদের জীবনে কিন্তু অহরহ ঘটেছে ছোটবেলায় দোষ না থাকার পরও বকা খেতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে। এখন বড় হয়ে বুঝতে পারি সেদিন মা কোন পরিস্থিতিতে ওমন আচরণ করে ছিল আর বিশ্বাস করি মা তার জায়গায় ঠিকই ছিল।
বাকিটা গল্পের গতি প্রবাহে লেখকের কলমের কারসাজি।
সহমত