22-01-2023, 03:59 PM
(22-01-2023, 03:08 PM)Boti babu Wrote: আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদেরই মুখ । একটা বন্দুক থেকে বেড় হওয়া গুলি যেমন ফেরত আসে না তেমনই চামড়ার মুখ থেকে বের হওয়া কথাও ফেরত নেওয়া যায় না না যতটুকু ক্ষতি করার করে ফেলেছে সুজাতার কথা গুলি। যদি বাস্তব জীবনের কথা বলি আমার দিদির সাথে একটা কথা নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল আমি রাগের মাথায় কিছু উল্টাপাল্টা কথা বলেছিলাম দিদিকে , তখন আমাকে কিছু বলেনি দিদি কিন্তু আজ সাত বছর আমাদের মাঝে কথা বন্ধ, আমারও সেই সাহস হয় না দিদির সাথে কথা বলার। আমার উপরে রাগ করে দিদি অন্য শহরে চাকরি নিয়ে চলে গেছে । ঘরের সবার সাথে কথা বলে শুধুমাত্র আমি বাদ। আমার মত এমন কাহিনী প্রচুর পাবেন আপনার চার পাশে।
মানুষের মন একদম কাঁচের মতো কোনও কথাতে যদি একবার ঐ কাঁচ ভেঙ্গে যায় তা আর কখনও জোড়া লাগে না । আর একমাত্র এই কাঁচ ভাঙ্গার ক্ষমতা আছে এই চামড়ার মুখের। মানুষে মানুষের মধ্যে বিভেদ এর জন্য দায়ী এই চামড়ার মুখ । কত কত সম্পর্ক শেষ হয়ে যায় এই চামড়ার মুখের জন্য আর রইলো সুজাতার কথা হয়তো গল্পের প্রয়োজনে গোগোল সুজাতাকে ক্ষমা করতে পারে কিন্তু যদি এটা গল্প না হয়ে বাস্তব জীবনের হতো তাহলে মনে হয় না কোনও দিন গোগোল ক্ষমা করতে পারতো সুজাতাকে। আর, রইলো হিয়ার কথা গোগোলের কাছে অবশ্যই হিয়া ভরসার জায়গা কিন্তু এখানেও কিছু কথা আসবে দেখাগেল সুজাতার মতো হিয়াও গোগোলকে ভুল বুঝে টগরের বাড়ি গিয়ে টগরকে অপমান করে বসলো তখন কি হবে গোগোল তখন কি ভাবে নেবে কারন টগর বা গোগোল কেউ এখনই সত্যি কথা প্রকাশ করবে না এত তাড়াতড়ি।
প্রথম থেকেই তো আছি দাদা
হ্যাঁ, আমার উপন্যাসের চরিত্রগুলি এবং তাদের কথোপকথনের বেশ কিছু অংশ বাস্তব থেকেই তো নেওয়া। তাই আমি জানি এবং মর্ম বুঝি .. যে কটু কথা যে বলে এবং যে সহ্য করে .. এই দুটোরই। উপন্যাসের ক্ষেত্রে আগাম এইটুকুই বলতে পারি .. গোগোল কিন্তু ভীষণ অভিমানী, তার সঙ্গে টগরও .. এটা ভুললে চলবে না আমাদের। আর তোমার ব্যক্তিগত ব্যাপারে বলতে পারি বুক ঠুকে সাহস করে একবার দিদির কাছে গিয়ে বলেই দেখো না .. দিদি আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি তোকে বড্ড ভালোবাসি .. ব্যাস, তারপরে দেখো কি হয়।