22-01-2023, 03:24 PM
(22-01-2023, 03:06 PM)Sanjay Sen Wrote: সবার মতো হ্যাঁ তে হ্যাঁ মেলাতে পারিনা আমি, তাই ভুল আমি ধরবোই। এই নিখুঁত মাখনের মতো পর্বের একেবারে শেষের দিকে সুজাতার বাড়াবাড়িটা অতি নাটকীয় হয়ে গেছে ওই সমস্ত সস্তার উপন্যাসগুলোর মতো। হয়তো এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিংবা হয়তো সুজাতা রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে (যেটা তুমি পর্বের মধ্যেও উল্লেখ করেছ), তবু বলবো - যে ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করলো সুজাতা, আজ একটা মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বলে (আদেও নষ্ট হবে বলে মনে হয় না, কারণ ওরা দুজনই নায়ক নায়িকা, যতই টগর নামের একজন অসাধারণ চরিত্র থাকুক না কেন এই উপন্যাসে) কিছু না শুনে গোগোলের অতীত তুলে এত সাংঘাতিক কথাগুলো না বললেও পারতো। তবে পরের পর্বে সাংঘাতিক কিছু ধামাকা হতে চলেছে এটা বেশ বুঝতে পারছি, তাই অপেক্ষায় থাকলাম।
সঞ্জয় দার কথা গুলো আমারও মনে হয়েছিল। তাই ওনাকে ভুল বলা যায়না। কারণ হটাৎ করেই যেন এতটা রিয়াক্ট করে ফেললো সুজাতা। এর আগে ঝড় কি কম বয়ে গেছে ওদের ওপর দিয়ে। আজ শেষে এইটা কিনা একটা সব ভেঙে দিয়ে চলে গেলো? নারী হয়ে ওপর নারী যে কিনা তার সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার কষ্ট সহ্য করতে না পারা অবশ্যই বুঝতে পারছি। সাথে মা হিসেবে সন্তানের ও তার জীবনে আসন্ন হিয়ার সুখ নিয়ে ভাবা স্বাভাবিক আর সেখানে কোনোরকম সমস্যা আসলে মায়ের মন চঞ্চল হয়ে উঠবে সেটাও ঠিক। কিন্তু এইভাবে রিয়াক্ট করে ফেলাটা চোখে লেগেছিলো আমারও।
আমি টগরকে এখানে আনতে চাইনা। ওকে নিয়ে যা বলার আগের মতামতেই বলেছি। কিন্তু এটা ভেবে আমি কালকে এই ব্যাপারটা তুলিনি যে মাও তো নারী ও মানুষ সর্বোপরি। সেও ভুল করতে পারে। মাও তো সামান্য দোষে রেগে গিয়ে সন্তানকে একটু বেশিই শাস্তি দিয়ে দেয়। হয়তো রাগ অন্য কারোর ওপর সেটা বেরিয়ে যায় ছেলের / মেয়ের ওপর। জীবন সংগ্রামে অনবরত লড়তে থাকা সংগ্রামী মানুষটাও হয়তো এমন নিজের অন্তরে লুকানো অন্ধকারকে আজ বেরিয়ে আসতে দিয়েছে। কিন্তু সত্যিই এটা চোখে লেগেছে আমারও।
বাকি বাবা আর কিছু বলবোনা। পরের পর্বে কি একটা বোম্ব ফেলবে কে জানে লেখক