22-01-2023, 03:08 PM
(22-01-2023, 09:32 AM)Bumba_1 Wrote: হিয়া, কাবেরী এবং সুজাতা এদের তিনজনকে নিয়ে তুমি যে বিশ্লেষণ করেছো সেটা অনেকাংশেই ঠিক। কাবেরীর কথা তো আমরা শুনেই নিয়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হিয়ার ভার্সন কিন্তু আমরা এখনো শুনিনি বা জানিনা। দেখা যাক ভবিষ্যতে ওর অবস্থান কি হয়। আর সুজাতার সম্পর্কে তোমার ধারণা কিছুটা হলেও ঠিক, কারণ বিয়ের আগে সুজাতা আর বিয়ের পরের সুজাতার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে। তবে রাগের মাথায় আমরা অনেক সময় এমন অনেক কথা বলে ফেলি, যেগুলো ভবিষ্যতে ফিরিয়ে নিতে আমাদের নিজেদের পক্ষেই লজ্জাজনক হয়ে ওঠে। কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়, সুজাতার ক্ষেত্রেও তাই হয়েছে .. এটা ভেবে নিয়ে যদি ওকে ক্ষমা করতে পারো তাহলে মনে কিছুটা হলেও শান্তি পাবে সুজাতা। আর গোগোল তার মামণিকে ভবিষ্যতে ক্ষমা করবে করে দেবে, নাকি এর থেকেও অন্য কোনো বড় চমক অপেক্ষা করছে .. সেটা জানার জন্য এই উপন্যাসের ক্লাইম্যাক্স পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সঙ্গে থাকো এবং অবশ্যই পড়তে থাকো।
আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদেরই মুখ । একটা বন্দুক থেকে বেড় হওয়া গুলি যেমন ফেরত আসে না তেমনই চামড়ার মুখ থেকে বের হওয়া কথাও ফেরত নেওয়া যায় না না যতটুকু ক্ষতি করার করে ফেলেছে সুজাতার কথা গুলি। যদি বাস্তব জীবনের কথা বলি আমার দিদির সাথে একটা কথা নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল আমি রাগের মাথায় কিছু উল্টাপাল্টা কথা বলেছিলাম দিদিকে , তখন আমাকে কিছু বলেনি দিদি কিন্তু আজ সাত বছর আমাদের মাঝে কথা বন্ধ, আমারও সেই সাহস হয় না দিদির সাথে কথা বলার। আমার উপরে রাগ করে দিদি অন্য শহরে চাকরি নিয়ে চলে গেছে । ঘরের সবার সাথে কথা বলে শুধুমাত্র আমি বাদ। আমার মত এমন কাহিনী প্রচুর পাবেন আপনার চার পাশে।
মানুষের মন একদম কাঁচের মতো কোনও কথাতে যদি একবার ঐ কাঁচ ভেঙ্গে যায় তা আর কখনও জোড়া লাগে না । আর একমাত্র এই কাঁচ ভাঙ্গার ক্ষমতা আছে এই চামড়ার মুখের। মানুষে মানুষের মধ্যে বিভেদ এর জন্য দায়ী এই চামড়ার মুখ । কত কত সম্পর্ক শেষ হয়ে যায় এই চামড়ার মুখের জন্য আর রইলো সুজাতার কথা হয়তো গল্পের প্রয়োজনে গোগোল সুজাতাকে ক্ষমা করতে পারে কিন্তু যদি এটা গল্প না হয়ে বাস্তব জীবনের হতো তাহলে মনে হয় না কোনও দিন গোগোল ক্ষমা করতে পারতো সুজাতাকে। আর, রইলো হিয়ার কথা গোগোলের কাছে অবশ্যই হিয়া ভরসার জায়গা কিন্তু এখানেও কিছু কথা আসবে দেখাগেল সুজাতার মতো হিয়াও গোগোলকে ভুল বুঝে টগরের বাড়ি গিয়ে টগরকে অপমান করে বসলো তখন কি হবে গোগোল তখন কি ভাবে নেবে কারন টগর বা গোগোল কেউ এখনই সত্যি কথা প্রকাশ করবে না এত তাড়াতড়ি।
প্রথম থেকেই তো আছি দাদা
আমাকে আমার মত থাকতে দাও



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)