22-01-2023, 03:06 PM
সবার মতো হ্যাঁ তে হ্যাঁ মেলাতে পারিনা আমি, তাই ভুল আমি ধরবোই। এই নিখুঁত মাখনের মতো পর্বের একেবারে শেষের দিকে সুজাতার বাড়াবাড়িটা অতি নাটকীয় হয়ে গেছে ওই সমস্ত সস্তার উপন্যাসগুলোর মতো। হয়তো এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিংবা হয়তো সুজাতা রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে (যেটা তুমি পর্বের মধ্যেও উল্লেখ করেছ), তবু বলবো - যে ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করলো সুজাতা, আজ একটা মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বলে (আদেও নষ্ট হবে বলে মনে হয় না, কারণ ওরা দুজনই নায়ক নায়িকা, যতই টগর নামের একজন অসাধারণ চরিত্র থাকুক না কেন এই উপন্যাসে) কিছু না শুনে গোগোলের অতীত তুলে এত সাংঘাতিক কথাগুলো না বললেও পারতো। তবে পরের পর্বে সাংঘাতিক কিছু ধামাকা হতে চলেছে এটা বেশ বুঝতে পারছি, তাই অপেক্ষায় থাকলাম।