22-01-2023, 12:34 PM
যে মানুষটা ওইরকম ভয়ঙ্কর যৌনাত্মক বর্ণনা (এই ফোরামের অন্যতম সেরা বর্ণনা হয় সেগুলো) দিতে পারে, সেই একই মানুষের পক্ষে নারী পুরুষের সম্পর্ক নিয়ে এইরকম লেখা কি করে সম্ভব সেটা ভেবেই মাঝে মাঝে বিস্মিত হই। নতুন করে কিছু বলার নেই, বাকিরা সবাই যা বলার বলে দিয়েছে। এইটুকুই বলবো, কালের নিয়মে এই উপন্যাস একদিন শেষ হয়ে যাবে কিন্তু টগর রয়ে যাবে সকলের মনে।