22-01-2023, 09:31 AM
(22-01-2023, 12:27 AM)nextpage Wrote: মনে যখন ক্ষণে ক্ষণে সংশয় ঘুরেফিরে আসে তখন মানসিক দ্বন্দ্বের সূত্রপাতে সূচনা হয়। আর দ্বন্দ্বের দ্বিধা চক্রে যে একবার পা দেয় তার স্বাভাবিক চেতন প্রক্রিয়া কি আর ঠিক মত কাজ করে!!
সংশয় সবার মনেই জেগেছে আর সেটা একদিনে নয় কিন্তু বহুদিনের জমানো ছোট্ট ছোট্ট রাগে অনুরাগে। আমরা যখন মন আর মস্তিষ্কের মাঝের দোলাচলে পড়ে যাই তখন কিন্তু সবকিছুই বেশ গুলমেলে মনে হয়। শুথু পজেটিভ কিছু ভাবতে পারে না প্রকৃতির নিয়মেই নেগেটিভ চিন্তার উদয় হয়।
হিয়া না হয় অল্প বযসের অভিমানি প্রেমিকা ক্রমাগত মায়ের কটু বক্তব্যে মন বিষিয়ে উঠতেই পারে। কিন্তু সুজাতা সে ওটা কেমন করে করলো গোগোলের সাথে, এতোদিনে এই চিনলো??
টগরের সম্পর্কে বেশি কিছু বলতে চাই না কারণ যেটা বলতে চাইছিলাম সেটা বাবান দা বলে দিয়েছে। টগরের জন্য খুব কষ্ট হচ্ছে আমার ও কিন্তু এই উপন্যাসের অন্যতম একটা চরিত্র যার অল্প উপস্থিতিও বেশ শক্তিশালী অবস্থান তৈরী করেছিল ওর গুনের জন্য।
ভুল তো একদিন ভাঙিব ততোদিনে দেরি না হয়ে যায়..
সংশয় এবং তার সঙ্গে পারস্পরিক মনের অবস্থান নিয়ে যে কথাগুলো বললে সেগুলো অনবদ্য ছিলো ভাই। রাগের মাথায় আমরা অনেক সময় এমন অনেক কথা বলে ফেলি, যেগুলো ভবিষ্যতে ফিরিয়ে নিতে আমাদের নিজেদের মনেই লজ্জা সৃষ্টি হয়। কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়, সুজাতার ক্ষেত্রেও তাই হয়েছে .. এটা ভেবে নিয়ে যদি ওকে ক্ষমা করতে পারো তাহলে মনে কিছুটা হলেও শান্তি পাবে সুজাতা। এর বেশি কিছু এই উপন্যাসের ক্লাইম্যাক্সের চমকটাই নষ্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ
সঙ্গে থাকো আর পড়তে থাকো।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)