21-01-2023, 09:44 PM
(21-01-2023, 09:20 PM)Baban Wrote: ঝড় বয়ে গেলো একটা। টগর আর গোগোল এর এই সম্পর্কটা যে কি আমি জানিনা, জানতেও চাইনা। ওটা যে বড্ড পবিত্র। ওটা এতটাই উজ্জ্বল যে ওই রশ্মি অনেকেই সহ্য করতে পারেনা। চোখ বুজে নিতে হয়। আর বন্ধ চোখে তো কালো ছাড়া আর কিছুই বোঝা যায়না। সেই অন্ধকারে অনেক অলীক খারাপ দৃশ্য বাস্তবের রূপ নেয়। এটার যে ভয়ানক আকর্ষণ। সেই কালোয় ডুবে হিয়ার মা মজেছে কিন্তু সুজাতা ম্যাডাম রাগের মাথায় যা সব বললো সেটা বড্ড কষ্ট দিলো।
সব ভালো মানুষের মধ্যেই একটা অন্ধকার লুকিয়ে থাকে। কখনো অজান্তে, কখনো নিজেই আশ্রয় দেয় সে। বাইরের সাদা চারিদিক আলোয় ভরিয়ে রাখলেও উল্টোদিকে লুকানো সেই অন্ধকার একদিন সুযোগ বুঝে বেরিয়েই আসে। হয়তো সময়ের সাথে দুর্বল হয়ে রূপ পাল্টে যায় কিন্তু সামনের জনকে কষ্ট দিতে সক্ষম।
বাহ্ খুব সুন্দর বললে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো এবং পড়তে থাকো।