21-01-2023, 07:22 PM
(20-01-2023, 08:45 PM)nextpage Wrote: কঠিন সময় পার করে আসা দ্বীপশিখার মানসিক ভাবে কিছু সমস্যা আছে মানে তৈরী হয়ে আর সেটা হবারই কথা৷ তবে বয়স বিবেচনায় তার কাছে আরও দায়িত্বশীল আচরন আসা করা যেতেই পারে। কারণ ওনার সেই স্টেজ টা পার করে এসেছেন যেখানে হঠাৎ একজন কে দেখে ভালা লাগতে শুরু করলো যেটা চরমে উঠার সময় বিয়ে করার চিন্তা মাথায় আসে কারণ ওতে করে মনে একটা ভরসা তৈরী হয় যে সম্পর্ক টাকে কিছুতে বাঁধা রাখলে সেটা টিকে যাবে। উনি আসলে কি চান সেটা উনি নিজেই জানেন না...
সুখ তার এই অল্প জীবনেই কঠিন চড়াই-উতরাই পার করে এসেছে। তবে যেটা আগেই বলতে চেয়েছিলাম সেটা আজ বলি,
ওর পড়াশোনার দক্ষতা অনুসারে অনেক কাজ করে জীবন চালাতে পারতো, কারণ সে তো আর মেয়ে নয় যে অনেক প্রতিবন্ধকতা আছে ওর জীবনে সেখানে যৌনকর্মী হওয়াটা বেমানান ছিল শুরুতেই। আর এখন এমন পাকের মধ্য পড়া জীবনে যেখানে অনেক বড় বড় জ্ঞান নির্ভর কথা বলে সেখানে হঠাৎ করেই মাঝবয়সী এক মহিলার প্রেমে পড়ে তাকে বিয়ে করার মত সিদ্ধান্ত টা কি একটু তাড়াহুড়ো হলো না? না মানুষ বড় বিচিত্র প্রাণী কখন কি ধরা দেয় মনে সেটা বুঝা বড়ই মুশকিল।
সুন্দর লিখেছেন।
লাইক ও রেপু দিলাম।