21-01-2023, 03:38 PM
#কথোপকথন
-"হাই"
-"ও তুই! হাই!"
-"ব্যস্ত আছিস নাকি?"
-"নাহ্, তেমন না। বল।"
-"এমনিই পিং করলাম। অনেকদিন তোকে খোঁচানো হয়নি।"
-"হা হা! তাই বুঝি? কেমন আছিস?"
-"আমি তো সবসময় ভাল থাকি।"
-"তা বটে! তুই সবসময় ভাল থাকিস। এটা সত্যি দারুণ ব্যাপার।"
-"তুই কেমন আছিস?"
"আমিও ভাল থাকি। নিজের মতো করে।"
-"সত্যি?"
-"একদম, তিন সত্যি!"
-"কোনো কষ্ট টষ্ট নেই বলছিস?"
-"কষ্ট ছাড়া কি জীবন হয়?"
-"তাও ঠিক। তা, এখন কি নিয়ে কষ্ট পাচ্ছিস?"
-"তেমন কিছু না।"
-"আরে বল ই না! তুই কি আমাকে বন্ধু ভাবিস না?"
-"তোকে বন্ধু ভাবি না! কী যে বলিস!"
-"তাহলে বল? কি হয়েছে?"
-"নিজেকে খুব ফেইলিওর মনে হয় আজকাল, জানিস। মানে, তেমন কিছুই যেন করতে পারিনি। সারাজীবন সংসার করলাম, তাও লোকের মন পেলাম না। চাকরি করলাম, সেখানেও খুব বেশি কিছু করতে পারলাম না। এসব নিয়েই ভাবি আর কি "
-"বুঝি রে! তারমধ্যে তো সেরকম কোথাও ঘোরাও হয়নি তোর। অফিস টু বাড়ি, বাড়ি টু অফিস - ব্যাস।"
-"তবেই বোঝ! এভাবে বাঁচা যায়?"
-"কি করবি তাহলে?"
-"জানি না রে, ক্লান্ত লাগছে খুব! মনে হয়, যদি কাল সকালটা দেখতে না হতো…"
-"হুম! আমি রিলেট করতে পারছি। আমার ও মনে হতো তো…"
-"তোর ও? বলিস কি রে! যাহ্! তুই কত খুশি থাকিস সবসময়!"
-"তাতেই বা কি হয়েছে? জানিস, সেবার গানের কম্পিটিশানটায় ফার্স্ট হতে পারলাম না বলে মনে হচ্ছিল গলায় দড়ি দিই।"
-"গানের কম্পিটিশানে ফার্স্ট না হবার জন্য গলায় দড়ি! কী বলিস তুই! পাগল নাকি?"
-"আরও আছে। তুই তো জানিস মহুয়া আমার সঙ্গে কেমন বিট্রে করল। আমার বেস্টফ্রেন্ড হয়ে আমার পছন্দের মানুষকেই.."
-"হ্যাঁ হ্যাঁ, মনে আছে ঘটনাটা।"
-"সেবারও তো ভেবেছিলাম হাতের কাছে যা যা ওষুধ পাই সব খেয়ে নেব।"
-"কপাল আমার! এসব কেউ ভাবে!"
-"ভেবেছিলাম তো।"
-"আর দ্যাখ, সেদিন তুই একটা খালি গলায় গান গেয়ে ফেসবুকে দিলি, তাতেই কত লোকের লাইক আর ভাল ভাল কমেন্ট।"
-"হ্যাঁ রে, ওই একটা কম্পিটিশান হেরে খুব ক্ষতি কিছু হয়নি।"
-"তবে? আর তোর বরটাও কত ভাল।মানুষ হিসেবে। দুজনে মিলে কি খুব খারাপ আছিস?"
-"স্বীকার করতেই হবে সেটা। খারাপ নেই। শান্তিতে আছি। ভাল আছি।"
-"তাহলেই ভেবে দ্যাখ! ভাগ্যিস কোনো বোকামি করে ফেলিসনি তখন ঝোঁকের মাথায়।"
-"আমিও তোকে সেটাই বলতে যাচ্ছিলাম। তখনকার কষ্ট মারাত্মক ছিল। দমবন্ধ লাগত। তাও, হাল ছাড়িনি। লড়ে গেছি। এখন নিজেকে দেখে ভাল লাগে!"
-"দ্যাটস দ্যা স্পিরিট! আই অ্যাম প্রাউড অফ ইউ।"
-"থ্যাংকইউ। আমিও এটাই বলতে চাই।"
-"কি? যে তুই আমাকে নিয়ে গর্বিত?"
-"হ্যাঁ, কারণ আমি যেমন লড়াই করেছিলাম, তুই ও করছিস। সময়, পরিস্থিতি আলাদা। কিন্তু তোকে তো চিনি হাড়ে হাড়ে, তুই ছাড়ার পাত্রী না! বুক চিতিয়ে লড়ে যাচ্ছিস, যাবি। "
-"থ্যাংকইউ। "
-"একটা প্রমিস করবি?"
-"কি?"
-"আজ কুড়ি বছর পরে আঠেরোর আমাকে নিয়ে যেমন গর্ব হচ্ছে তোর, কুড়ি বছর পরে আজকের আটতিরিশের মেয়েটিকে দেখেও যেন আটান্নের গর্ব হয়। করবি, প্রমিস?"
-"উফ! এত্তটুকু বাচ্চা মেয়ে, মাত্র আঠেরো, এত জ্ঞান শিখলি কোথা থেকে রে?"
-"তোর থেকেই তো! আঠেরোর আমি পেরেছিলাম তাই তো জানি তুই ও পারবি। নিজের মতো করে জয়ী হতে। আবার আটান্নতেও…"
-"আবার আটান্ন? তখন তো বুড়ি হয়ে যাব, কোমরে, হাঁটুতে বাত.."
-"দাঁতও হয়ত সব পড়ে যাবে… চুল তো উঠে যাবেই!"
-"হ্যাঁ… তবু…"
-"লড়াই ছাড়িস না, প্লিজ।"
-"প্রমিস।"
-" "
-"হাই"
-"ও তুই! হাই!"
-"ব্যস্ত আছিস নাকি?"
-"নাহ্, তেমন না। বল।"
-"এমনিই পিং করলাম। অনেকদিন তোকে খোঁচানো হয়নি।"
-"হা হা! তাই বুঝি? কেমন আছিস?"
-"আমি তো সবসময় ভাল থাকি।"
-"তা বটে! তুই সবসময় ভাল থাকিস। এটা সত্যি দারুণ ব্যাপার।"
-"তুই কেমন আছিস?"
"আমিও ভাল থাকি। নিজের মতো করে।"
-"সত্যি?"
-"একদম, তিন সত্যি!"
-"কোনো কষ্ট টষ্ট নেই বলছিস?"
-"কষ্ট ছাড়া কি জীবন হয়?"
-"তাও ঠিক। তা, এখন কি নিয়ে কষ্ট পাচ্ছিস?"
-"তেমন কিছু না।"
-"আরে বল ই না! তুই কি আমাকে বন্ধু ভাবিস না?"
-"তোকে বন্ধু ভাবি না! কী যে বলিস!"
-"তাহলে বল? কি হয়েছে?"
-"নিজেকে খুব ফেইলিওর মনে হয় আজকাল, জানিস। মানে, তেমন কিছুই যেন করতে পারিনি। সারাজীবন সংসার করলাম, তাও লোকের মন পেলাম না। চাকরি করলাম, সেখানেও খুব বেশি কিছু করতে পারলাম না। এসব নিয়েই ভাবি আর কি "
-"বুঝি রে! তারমধ্যে তো সেরকম কোথাও ঘোরাও হয়নি তোর। অফিস টু বাড়ি, বাড়ি টু অফিস - ব্যাস।"
-"তবেই বোঝ! এভাবে বাঁচা যায়?"
-"কি করবি তাহলে?"
-"জানি না রে, ক্লান্ত লাগছে খুব! মনে হয়, যদি কাল সকালটা দেখতে না হতো…"
-"হুম! আমি রিলেট করতে পারছি। আমার ও মনে হতো তো…"
-"তোর ও? বলিস কি রে! যাহ্! তুই কত খুশি থাকিস সবসময়!"
-"তাতেই বা কি হয়েছে? জানিস, সেবার গানের কম্পিটিশানটায় ফার্স্ট হতে পারলাম না বলে মনে হচ্ছিল গলায় দড়ি দিই।"
-"গানের কম্পিটিশানে ফার্স্ট না হবার জন্য গলায় দড়ি! কী বলিস তুই! পাগল নাকি?"
-"আরও আছে। তুই তো জানিস মহুয়া আমার সঙ্গে কেমন বিট্রে করল। আমার বেস্টফ্রেন্ড হয়ে আমার পছন্দের মানুষকেই.."
-"হ্যাঁ হ্যাঁ, মনে আছে ঘটনাটা।"
-"সেবারও তো ভেবেছিলাম হাতের কাছে যা যা ওষুধ পাই সব খেয়ে নেব।"
-"কপাল আমার! এসব কেউ ভাবে!"
-"ভেবেছিলাম তো।"
-"আর দ্যাখ, সেদিন তুই একটা খালি গলায় গান গেয়ে ফেসবুকে দিলি, তাতেই কত লোকের লাইক আর ভাল ভাল কমেন্ট।"
-"হ্যাঁ রে, ওই একটা কম্পিটিশান হেরে খুব ক্ষতি কিছু হয়নি।"
-"তবে? আর তোর বরটাও কত ভাল।মানুষ হিসেবে। দুজনে মিলে কি খুব খারাপ আছিস?"
-"স্বীকার করতেই হবে সেটা। খারাপ নেই। শান্তিতে আছি। ভাল আছি।"
-"তাহলেই ভেবে দ্যাখ! ভাগ্যিস কোনো বোকামি করে ফেলিসনি তখন ঝোঁকের মাথায়।"
-"আমিও তোকে সেটাই বলতে যাচ্ছিলাম। তখনকার কষ্ট মারাত্মক ছিল। দমবন্ধ লাগত। তাও, হাল ছাড়িনি। লড়ে গেছি। এখন নিজেকে দেখে ভাল লাগে!"
-"দ্যাটস দ্যা স্পিরিট! আই অ্যাম প্রাউড অফ ইউ।"
-"থ্যাংকইউ। আমিও এটাই বলতে চাই।"
-"কি? যে তুই আমাকে নিয়ে গর্বিত?"
-"হ্যাঁ, কারণ আমি যেমন লড়াই করেছিলাম, তুই ও করছিস। সময়, পরিস্থিতি আলাদা। কিন্তু তোকে তো চিনি হাড়ে হাড়ে, তুই ছাড়ার পাত্রী না! বুক চিতিয়ে লড়ে যাচ্ছিস, যাবি। "
-"থ্যাংকইউ। "
-"একটা প্রমিস করবি?"
-"কি?"
-"আজ কুড়ি বছর পরে আঠেরোর আমাকে নিয়ে যেমন গর্ব হচ্ছে তোর, কুড়ি বছর পরে আজকের আটতিরিশের মেয়েটিকে দেখেও যেন আটান্নের গর্ব হয়। করবি, প্রমিস?"
-"উফ! এত্তটুকু বাচ্চা মেয়ে, মাত্র আঠেরো, এত জ্ঞান শিখলি কোথা থেকে রে?"
-"তোর থেকেই তো! আঠেরোর আমি পেরেছিলাম তাই তো জানি তুই ও পারবি। নিজের মতো করে জয়ী হতে। আবার আটান্নতেও…"
-"আবার আটান্ন? তখন তো বুড়ি হয়ে যাব, কোমরে, হাঁটুতে বাত.."
-"দাঁতও হয়ত সব পড়ে যাবে… চুল তো উঠে যাবেই!"
-"হ্যাঁ… তবু…"
-"লড়াই ছাড়িস না, প্লিজ।"
-"প্রমিস।"
-" "