20-01-2023, 11:29 PM
(20-01-2023, 09:29 PM)Bumba_1 Wrote:তোমার রক্ত রাঙাসবুজ পত্র কাননের মাঝেঝিরি ঝিরি বসন্ত বাতাসহিমেল পরশের মত মাধুরীময় রূপদেখেছি শত ষোড়শ কণ্যার মুখেতীব্র প্রতিবাদীরা ও অস্পষ্টেতোমার শিমুলে মাতাল বনেছেমিছিল ছেড়েছে বসন্তের জ্যোৎস্নায়।
এ তো গেলো মাধুরীর প্রসঙ্গ। তবে এই পর্বের সমস্ত আলো কেড়ে নিয়ে গেছে নিখিল আর লক্ষীর উপস্থিতি। বিশেষ করে তুলসীমঞ্চের সিকোয়েন্স। খুব সুন্দর একটি পর্ব উপহার পেলাম আমরা।
আগেও বলেছি আবারও বলছি বারবার বলবো তোমার ছন্দের হাতে ঐশ্বরিক ক্ষমতা আছে। ও হাতে একটা চুমো খেতে মন চায়।
লক্ষ্মী ঐশ্বর্যের দেবী তার উপস্থিতি সবকিছুই আলোকিত করে...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।