20-01-2023, 09:29 PM
তোমার রক্ত রাঙা
সবুজ পত্র কাননের মাঝে
ঝিরি ঝিরি বসন্ত বাতাস
হিমেল পরশের মত মাধুরীময় রূপ
দেখেছি শত ষোড়শ কণ্যার মুখে
তীব্র প্রতিবাদীরা ও অস্পষ্টে
তোমার শিমুলে মাতাল বনেছে
মিছিল ছেড়েছে বসন্তের জ্যোৎস্নায়।
এ তো গেলো মাধুরীর প্রসঙ্গ। তবে এই পর্বের সমস্ত আলো কেড়ে নিয়ে গেছে নিখিল আর লক্ষীর উপস্থিতি। বিশেষ করে তুলসীমঞ্চের সিকোয়েন্স। খুব সুন্দর একটি পর্ব উপহার পেলাম আমরা।