19-01-2023, 08:49 PM
কপালের পাশ বেয়ে নেমে যাওয়া কয়েক গোছা ভিজে চুল থেকে ফোঁটা ফোঁটায় নেমে আসা জলের বিন্দু গুলো অনেক আগেই বুকের উপরের অংশটা ভিজিয়ে দিয়েছিলো আগেই সেখানকার ভিজে ভাবটা এখন ছড়িয়ে পড়েছে আরও অরেকটা জায়গা জুড়ে আর চেপে বসে আছে লক্ষ্মীর ভারী বুকের উপর। প্রতিটা শ্বাসের সাথে বুকের উঠানামা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে নিখিলের চোখের সামনে। ঐ সামান্য প্রদীপের আলোতেও যেন লক্ষ্মীর সৌন্দর্য ঠিকরে পড়ছে চর্তুদিকে।
গল্পের নতুন আপডেট প্রস্তুত করে নিলাম। আগামীকাল রাতেই আসছে নতুন পর্ব, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন....