19-01-2023, 05:13 PM
(19-01-2023, 01:26 PM)Baban Wrote: নানা অফেন্স এর কি আছে? আপনি আপনার জায়গায় সঠিক। অনেকেরই এমন উপসংহার মেনে নিতে কষ্ট হবে। কারোর আবার একদমই আজগুবিও মনে হতে পারে। মা আবার এমন হতে পারে নাকি? যে মা জন্ম দেয় সে সব উজাড় করে ভালোবাসে সন্তানকে। কিন্তু এই পৃথিবীর বুকে এমন কিছু উদাহরণ হয়তো খুঁজলেও পাওয়া যাবে যেখানে সেই নারী প্রয়োজনে পাল্টে গেছে। অন্য নারীতে পরিণত হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাইনা এই নিয়ে। শুধু এইটুকুই বলবো অনেক বাবা মাই হয়তো সন্তান জন্ম নেবার পরে তাকে নিজেদের থেকে আলাদা করে দিতে দুবার ভাবেনা। আবার অনেক নারী পুরুষ আছে যারা রক্তের সম্পর্কের না হলেও সেই শিশুকে কোলে তুলে নিতেও দুবার ভাবেনা। এবার আপনিই বলুন কে তাহলে বাবা মা?
আর এই গল্পের ক্ষেত্রে বলবো এটা একটা উত্তেজক গল্প। সেই মেনেই উপভোগ করুন। ♥️
এই গল্পটার থেকে নষ্ট সুখ অনেক পরিণত গল্প হলেও এর মধ্যে যে উত্তেজক ব্যাপারটা ছিল সেটা সত্যিই দারুন ছিল। এমন আরেকটা কি লেখা যায়না?