18-01-2023, 11:19 PM
(18-01-2023, 10:10 PM)Sanjay Sen Wrote: এই তিন্নি? তোর পেছনে কে রে? এই সংলাপটাই যথেষ্ট হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার জন্য। একদম পারফেক্ট ভয়ের গল্প যেভাবে এগানো উচিৎ , সেভাবেই এগোচ্ছে এবং সাসপেন্স ক্রিয়েটের জন্য যেখানে থামা উচিৎ সেখানেই থামা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই পরের পর্বের জন্য মুখিয়ে থাকলাম।
অনেক ধন্যবাদ।♥️
সত্যিই এই পেছনে কেউ দেখতে বললেই কেমন ভয় লাগে একটা।
দেখা যাক পরবর্তী পর্বে আর কি কি হয়।
(18-01-2023, 10:25 PM)Bumba_1 Wrote: দুর্দান্ত একটি horror story উপহার পেতে চলেছি আমরা, এটা বেশ বুঝতে পারছি। এটা পড়ার পর রাতে বাথরুমে যেতে একটু তো ভয় করবেই
সেটা হলেই তো লেখা সার্থক
দেখা যাক আগে গল্পে আর কি হয়।