18-01-2023, 06:14 PM
এই ছয় জনকে নিয়ে গল্পের শুরুটা করেন মিসেস পারভীন। স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল কি খারাপ যাচ্ছিল বলা যাবে না, তবে তিনি ব্যাক্তি স্বাতন্ত্রবোধে ভুগছিলেন। এবং তার স্বামীকে বাদ দিয়ে তার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব করেন। নিপা শুনেই বলে উঠে,
-- কিছু মনে না করলে আম্মু একটা কথা বলি।
পারভীন জবাব দেন, বল।
-- আমার দুইজন বান্ধবী আছে ওদের যদি নিয়ে যাই তুমি রাগ করবে।
-- রাগ করবো কেন পাগল মেয়ে। কোন কোন বান্ধবী?
-- জেনি আর নায়লা।
-- জেনিকে তো চিনি, সায়মার মেয়ে। নায়লা কে?
-- চিনতো আম্মু তুমি ওকে। সেবার পিকনিক থেকে আসার পরে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। ঐ যে যার আব্বু মেরিনার।
-- ওহ, এবার চিনতে পেরেছি। ভাবীর সাথেও তো কথা হয়েছিলো। তবে কি উনারা যেতে রাজি হবেন?
-- উনারা মানে?
-- আরে বোকা মেয়ে আমি কি শুধু তোদের তিন বান্ধবীর সাথে গিয়ে কাবাব মে হাড্ডি হবো। ঐ দুইজন গেলে তাদের মা'দেরও সাথে নিতে হবে।
-- পারিবারিক হলে তো আঙ্কেলদেরও নেয়া যায়। নায়লার আব্বুতো বাইরে, তবে জেনির আব্বুকে বলি।
এইবার পারভীন রেগে উঠলেন। আরে এইটা হবে গার্লস ট্যুর। কোন চেলে নাই। দেখছিস না তোর আব্বু আর নিলয়কে রেখেই আমরা যাচ্ছি। সায়মাকে রাজি করানো আমার দায়িত্ব। কিন্তু নায়লার আম্মু কি যেতে রাজি হবে।
নিপা বলল, ঠিক আছে দেখি কালকে ভার্সিটি গিয়ে।
==========
আমাদের মূল গল্পের শুরু হবে এর পর থেকে।
-- কিছু মনে না করলে আম্মু একটা কথা বলি।
পারভীন জবাব দেন, বল।
-- আমার দুইজন বান্ধবী আছে ওদের যদি নিয়ে যাই তুমি রাগ করবে।
-- রাগ করবো কেন পাগল মেয়ে। কোন কোন বান্ধবী?
-- জেনি আর নায়লা।
-- জেনিকে তো চিনি, সায়মার মেয়ে। নায়লা কে?
-- চিনতো আম্মু তুমি ওকে। সেবার পিকনিক থেকে আসার পরে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। ঐ যে যার আব্বু মেরিনার।
-- ওহ, এবার চিনতে পেরেছি। ভাবীর সাথেও তো কথা হয়েছিলো। তবে কি উনারা যেতে রাজি হবেন?
-- উনারা মানে?
-- আরে বোকা মেয়ে আমি কি শুধু তোদের তিন বান্ধবীর সাথে গিয়ে কাবাব মে হাড্ডি হবো। ঐ দুইজন গেলে তাদের মা'দেরও সাথে নিতে হবে।
-- পারিবারিক হলে তো আঙ্কেলদেরও নেয়া যায়। নায়লার আব্বুতো বাইরে, তবে জেনির আব্বুকে বলি।
এইবার পারভীন রেগে উঠলেন। আরে এইটা হবে গার্লস ট্যুর। কোন চেলে নাই। দেখছিস না তোর আব্বু আর নিলয়কে রেখেই আমরা যাচ্ছি। সায়মাকে রাজি করানো আমার দায়িত্ব। কিন্তু নায়লার আম্মু কি যেতে রাজি হবে।
নিপা বলল, ঠিক আছে দেখি কালকে ভার্সিটি গিয়ে।
==========
আমাদের মূল গল্পের শুরু হবে এর পর থেকে।