18-01-2023, 01:47 PM
(18-01-2023, 12:02 PM)Dead people Wrote: সত্যি বলতে আমি এক নীরব পাঠক। কিন্তু হঠাৎ করে মনে একটা প্রশ্ন ওকে দিলো।
শুক্লার হবু বরই কি সেই ডাক্তার, যে মনুকে পাবলিক টয়লেটে চাকরির অফারটা করেছিল?
আর একটা প্রশ্ন থেকে যায়, কি হবে যদি পঞ্চলি হঠাৎ করে তার পিসির কাছে ব্যাক করে? সেক্রিফাইসটা কে করতে পারে? পাঞ্চলি? দীপশিখা? নাকি, সুখ মানে আমাদের মনু?
কে সেক্রিফাইস করবে তখন এই ভয়টা শুধু আপনারই নয়, মনে করি সবারই। আপাত দৃষ্টিতে মনে হয় যে দীপশিখাই সেক্রিফাইসটা করবে পাঞ্চালির জন্যে, কিন্তু দেখি তারপরেও যদি কোনো ব্যাতিক্রমী চমক রাখেন কামদেব দা............